হ-বাংলা নিউজ:
খায়রুজ্জামান মামুন, শোন গো দক্ষিণ হাওয়া প্রেম করেছি আমি, লেগেছে চোখেতে নেশা দিক ভুলেছি আমি! গেল রবিবার দক্ষিণ ক্যালিফোর্নিয়ার সিটি অব প্যারিসের একটি মনোরম পার্কে “Fall Color Festival 2024” নামের এক নান্দনিক অনুষ্ঠানে গিয়ে অনেকে আসলেই দিক ভুলে গিয়েছিল।কমলা/হলুদ রঙের চোখ ধাঁধানো সমাহারে একাকার হয়ে গিয়েছিল পুরো পার্কময়।

স্থানীয় প্রবাসী বাংলাদেশী কমিউনিটির অন্যতম পরিচিত মুখ মাহদি সাবিন সেলিম ও শিল্পী রহমান দম্পতির উদ্যোগে উক্ত অনুষ্ঠানটি আয়োজিত হয়েছিল।

অত্যন্ত বর্ণিল সাজে সজ্জিত হয়ে প্রানবন্ত অনুষ্ঠানটিতে স্থানীয় প্রবাসিদের স্বতস্ফুর্ত অংশগ্রহনের ফলে Fall Color Festival টি এক অনন্য মাত্রা লাভ করে। বাঙ্গালী সংস্কৃতির চিরচেনা নাচ, স্থানীয় জনপ্রিয় শিল্পীদের মন মাতানো গান আগত অতিথিদের মাঝে যেন এক প্রাণের সঞ্চার করেছিল। বাংলাদেশের ঐতিহ্যবাহী খাবারের স্টল, ঝালমুড়ি, পিঠা পুলি, বিরিয়ানি সহ অনেক রকমের খাবারের সমাহার ছিল। কাপড় ও জুয়েলারির দোকানে ক্রেতাদের ভীড় ছিল লক্ষণীয়।ফেষ্টিভালে পারফর্মকারী ছোট বড় সকলের জন্যই বিশেষ সম্মাননা ব্যবস্থা রেখেছিলেন আয়োজক দম্পতি।

অনুষ্ঠানের শেষের দিকে রাফেল ড্র অনুষ্ঠিত হয় যার টিকিট বিনামুল্যে বিতরণ করা হয়। ফেষ্টিভালে নাচ গানের মাধ্যমে যারা দর্শক মনোরঞ্জন করেছেন তাদের মোধ্য অন্যতম হলো উর্মি আতহার, এপোলো হাফিজুর রহমান, কাবেরি রহমান, জাহাঙ্গীর/ শেলী দম্পতি, নাহার লিপি, শহীদ মিঠু, তাহানা আলি, রাফসা, সিমরিন, ওয়াফি, ওয়ামিক সহ আরো অনেকেই। ছোট বড় সকলের জন্য ছিল বিভিন্ন রকমের খেলাধুলার প্রতিযোগিতা এবং বিজয়ী প্রতিযোগিদের জন্য আকর্ষনীয় পুরস্কার।

স্থানীয় প্রবাসি কমিউনিটির গন্যমান্য অতিথিদের উপস্থিতি অনুষ্ঠানের সৌন্দর্য বর্ধন করেছিল অনেকখানি। সেলিম/শিল্পী দম্পতিকে অনুষ্ঠানটি আয়োজন করতে স্বতস্ফূর্ত ভাবে সহায়তা করেছে কমিউনিটির পরিচিত জন জনাব মোঃ ফজলুল হক মিন্টু, আব্দুল্লাহ আল মামুন, এপোলো হাফিজুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে মাহদি সাবিন সেলিম তার সমাপনি বক্তব্যে কালার ফেস্টিভাল ২০২৪ এ আগত সকল অতিথিদেরকে অনুষ্ঠানে আসার জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
