সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে মোস্তফা সরয়ার ফারুকী: তমা মির্জার সমর্থন এবং ভিসা জটিলতায় ক্ষোভ

হ-বাংলা নিউজ: অন্তর্বর্তী সরকারের সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করেছেন প্রখ্যাত নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। দায়িত্ব নেওয়ার পর থেকেই তাকে নিয়ে আলোচনা-সমালোচনা চলছে। তার অতীতের ফেসবুক পোস্টগুলো নিয়ে বিতর্ক উঠেছে এবং একাংশ মানুষ তাকে নানা ‘ট্যাগ’ দিতে শুরু করেছেন।

তবে, জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে তার সামাজিক মাধ্যমে প্রতিবাদী ভূমিকার কারণে অনেকেই ফারুকীর পক্ষেও কথা বলেছেন। এই অবস্থায় জনপ্রিয় অভিনেত্রী তমা মির্জা তার ‘ভোট’ দিয়েছেন ফারুকীকে।

তমা মির্জার সমর্থন

সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারকে দেওয়া এক সাক্ষাৎকারে তমা মির্জা ফারুকীকে অভিনন্দন জানিয়ে বলেন, “আমি রাজনীতি বুঝি না এবং এই বিষয়টি থেকে দূরে থাকতে পছন্দ করি। তবে যদি বিনোদন দুনিয়ার কেউ এই বিষয়ে সচেতন হয়, তাহলে রাজনীতিতে যোগ দিতে পারেন। সেই জায়গা থেকে ফারুকী ভাই একেবারে উপযুক্ত ব্যক্তি।”

ভিসা জটিলতায় কষ্ট

ভারতের ভিসা নিয়ে তার ব্যক্তিগত অভিজ্ঞতাও তমা শেয়ার করেছেন। তিনি বলেন, “ভিসা জটিলতায় আমি নিজেও ভুগেছি। সবসময় কাজের জন্যই যে আমাদের প্রতিবেশী দেশে যেতে হবে, এমন কোনো বাধ্যবাধকতা নেই। ভারতে অনেক বন্ধু ও শুভাকাঙ্ক্ষী আছেন, যাদের সঙ্গে দেখা করতে বা তাদের কাছে যেতে ইচ্ছে করে, কিন্তু সেই সুযোগটা দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে গেছে।”

ভারতের ভিসা সমস্যার কারণে দুই বাংলার শিল্পীদের কাজের সুযোগ ক্ষতিগ্রস্ত হওয়ায় তমা মির্জা আক্ষেপ প্রকাশ করেন। তিনি বলেন, “আমার খুব খারাপ লেগেছে, অনেক শিল্পী ভিসা জটিলতার কারণে ভারতের সঙ্গে চুক্তি থাকা সত্ত্বেও কাজ করতে পারেননি। কলকাতার অনেক শিল্পীও একইভাবে বঞ্চিত হয়েছেন। এটা আমাদের জন্য খুবই কষ্টকর, কারণ আমরা যখন কোনো চরিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হই, তখন প্রস্তুতি শুরু করি। কিন্তু ভিসা সমস্যা আমাদের সেই সুযোগ থেকে বঞ্চিত করেছে।”

সমাধানের প্রস্তাব

এদিকে, তমা মির্জা আগামী দিনে এই ধরনের ভিসা জটিলতার কারণে যাতে কোনো শিল্পী কাজ হারান না, সেই প্রার্থনা করেছেন। তার আশা, ভবিষ্যতে এমন সমস্যা যেন আর না ঘটে এবং শিল্পীরা তাদের কাজের সুযোগ পেতে পারেন নির্বিঘ্নে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *