অ্যাটকোর নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে পুনরায় পরিচালক নির্বাচিত হলেন লিয়াকত আলী খাঁন মুকুল

হ-বাংলা নিউজ: এশিয়ান টিভির সিনিয়র ভাইস চেয়ারম্যান এবং রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খাঁন মুকুল বেসরকারি টেলিভিশন চ্যানেল মালিকদের সংগঠন “অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স” (অ্যাটকো)-এর নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে পুনরায় পরিচালক নির্বাচিত হয়েছেন।

বুধবার সকাল ১১টায়, রাজধানীর একটি হোটেলে অ্যাটকোর বর্তমান সভাপতি অঞ্জন চৌধুরীর সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভার পর নতুন কার্যনির্বাহী কমিটির নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

নির্বাচনে লিয়াকত আলী খাঁন মুকুলসহ মোট ১৫ জন পরিচালক পদে নির্বাচিত হন। পরে সভাপতি পদের জন্য ভোট গ্রহণ করা হয়। এতে সমান ৭টি করে ভোট পান এনটিভির চেয়ারম্যান মোসাদ্দেক আলী এবং বাংলাভিশনের চেয়ারম্যান আব্দুল হক। এ কারণে সভাপতি পদে আবারও ভোটগ্রহণ করা হবে।

নতুন কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আরিফ হাসান, এবং সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ডিবিসি নিউজের চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরী।

লিয়াকত আলী খাঁন মুকুল ছাড়াও অন্যান্য নির্বাচিত পরিচালকরা হলেন— আলহাজ্ব মোহাম্মদ মোসাদ্দেক আলী, ইকবাল সোবহান চৌধুরী, আরিফ হাসান, জহিরুদ্দিন মাহমুদ মামুন, অঞ্জন চৌধুরী, মোস্তফা কামাল, মো. জসিম উদ্দিন, টিপু আলম মিলন, কাজী জাহেদুল হাসান, নাভিদুল হক, আবদুস সালাম, সাফওয়ান সোবহান এবং আব্দুল হক।

নতুন কার্যনির্বাহী কমিটি আগামী তিন বছর দায়িত্ব পালন করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *