জলবায়ু ও অন্তর্ভুক্তিমূলক কর্মকাণ্ড সহজ করতে ইউএনডিপি ও আইআইএক্সের সহায়তায় ‘অরেঞ্জ বন্ড’ চালু করছে সরকার

হ-বাংলা নিউজ: বিশ্বের বিভিন্ন দেশে জনপ্রিয় হলেও বাংলাদেশে প্রথমবারের মতো ‘অরেঞ্জ বন্ড’ চালু করতে যাচ্ছে সরকার। এই নতুন উদ্যোগের মাধ্যমে এক বিলিয়ন ডলার পর্যন্ত টেকসই বন্ড ইস্যু করা হবে, যা লিঙ্গসমতা, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করবে। বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত একটি পরামর্শ সভায় এ তথ্য জানানো হয়।

সভায় ‘রিবিল্ডিং অ্যান্ড ইনক্লুসিভ বাংলাদেশ উইথ অরেঞ্জ বন্ড’ শিরোনামে আলোচনা হয়, যেখানে প্রধান অতিথি ছিলেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ বিভাগের সচিব ড. মোহাম্মদ খায়রুজ্জামান মজুমদার, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব শাহরিয়ার কাদের ছিদ্দিকী, এবং প্রধান উপদেষ্টা কার্যালয়ের এসডিজি বিষয়ক প্রধান সমন্বয়কারী লামিয়া মোর্শেদ। এছাড়া ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার, সিডারের হেড অব ডেভেলপমেন্ট কো-অপারেশন এবং ডেপুটি হেড অফ মিশন মারিয়া স্ট্রিডসম্যান এবং আইআইএক্সের প্রতিষ্ঠাতা প্রফেসর ডুরীন শাহনাজও বক্তব্য দেন।

ড. সালেহউদ্দিন আহমেদ তার বক্তৃতায় বলেন, “আমরা গার্মেন্টস, সবুজ অবকাঠামো এবং কৃষির মতো গুরুত্বপূর্ণ খাতে এক বিলিয়ন ডলার বিনিয়োগের মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক বাস্তুতন্ত্রকে শক্তিশালী করার চেষ্টা করছি। এই উদ্যোগটি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে বেসরকারি খাতের বিনিয়োগের পথ সহজ করবে এবং ভবিষ্যতে অন্যান্যদের একসঙ্গে কাজ করতে উৎসাহিত করবে।”

এ সময় সভায় জানানো হয় যে, বাংলাদেশের উন্নয়নযাত্রা অব্যাহত রাখতে একাধিক উৎস থেকে জলবায়ু তহবিল সংগ্রহ করতে হবে। এর মধ্যে ক্লাইমেট ফাইন্যান্সে বেসরকারি খাতের অংশগ্রহণ, ক্লাইমেট রিস্ক ইনস্যুরেন্স, ইসলামী ফাইন্যান্স, থিম্যাটিক বন্ড, ব্লেন্ডেড ফাইন্যান্স এবং কার্বন ট্রেডিংয়ের মতো বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কার্যকর উদ্যোগ গ্রহণের জন্য বিনিয়োগ প্রয়োজন বলে উল্লেখ করা হয় সভায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *