ইউনূসের জনপ্রিয়তা কাজে লাগিয়ে বিপিএলকে আকর্ষণীয় করতে চায় বিসিবি

হ-বাংলা নিউজ: বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে বিপিএলকে আরও আকর্ষণীয় করার পরিকল্পনা করেছে। ড. ইউনূসের প্যারিস অলিম্পিকের সঙ্গে যুক্ত থাকার অভিজ্ঞতাও এই উদ্যোগে সহায়ক হবে বলে মনে করছেন বিসিবি কর্তারা।

আগামী ৩০ ডিসেম্বর শুরু হতে যাচ্ছে বিপিএলের একাদশ সংস্করণ। এই আসরকে সফলভাবে আয়োজনের প্রস্তুতি নিতে ব্যস্ত সময় পার করছে বিসিবি। ইতোমধ্যে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের ক্রিকেট বোর্ড কার্যালয়ে ড. ইউনূসের কার্যালয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং সম্প্রচার স্বত্বাধিকারীদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছে বিসিবি।

সোমবার (৪ নভেম্বর) মিরপুরে গণমাধ্যমের সঙ্গে আলাপে বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম জানান, “ড. ইউনূস নিজ উদ্যোগেই এগিয়ে এসেছেন। তারা বিশেষভাবে কাজ করছেন আন্তর্জাতিক মানের ব্র্যান্ড তৈরি করতে এবং বিশ্বে বাংলাদেশি খেলাধুলার পরিচিতি বাড়াতে।”

বিশ্বব্যাপী বিপিএলকে জনপ্রিয় করতে বিদেশি ফুটবলার এবং হলিউড তারকাদের এই টুর্নামেন্টের সঙ্গে যুক্ত করার পরিকল্পনা প্রকাশ করে ফাহিম বলেন, “যদি প্রফেসর ইউনূস মাঠে এসে বক্তব্য দেন এবং যদি বিদেশ থেকে পরিচিত ফুটবলার কিংবা হলিউডের নামকরা অভিনেতা-অভিনেত্রী এখানে আসেন, তাহলে এটি মিডিয়ায় ব্যাপক প্রচার পাবে।”

তবে কোন তারকাদের নিয়ে আসার চেষ্টা করছেন, সে বিষয়ে বিস্তারিত জানাতে নারাজ বিসিবি কর্তারা। ফাহিম বলেন, “এখনই নাম বলতে পারছি না বা বলতে চাই না। ক্রিকেট থেকে অথবা অন্য কোনো স্পোর্টস থেকে তারকা হতে পারে। এমন কাউকে এবার দেখা যেতে পারে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *