ভারতের খ্যাতিমান অভিনেতা মিঠুন চক্রবর্তীর প্রথম স্ত্রী হেলেনা হিউকের মৃত্যু

হ-বাংলা নিউজ:ভারতের প্রখ্যাত অভিনেতা মিঠুন চক্রবর্তীর প্রথম স্ত্রী হেলেনা হিউক গত রোববার যুক্তরাষ্ট্রে মারা গেছেন। তার মৃত্যুর খবর সামাজিক মাধ্যমে নিশ্চিত করেছেন ভারতীয় নৃত্যশিল্পী ও অভিনেত্রী কল্পনা আইয়ার। জানা গেছে, তিনি এক অজানা অসুখে ভুগছিলেন, যার ফলে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

হিন্দুস্তান টাইমসের খবর অনুযায়ী, ১৯৮৫ সালে অমিতাভ বচ্চনের বিপরীতে ‘মর্দ’ ছবিতে অভিনয় করেছিলেন হেলেনা। সে সময় মিঠুন চক্রবর্তীর একের পর এক হিট সিনেমা আসছিল। হেলেনা তাকে ভালোবেসে বিয়ে করেছিলেন, তবে তাদের সংসার মাত্র চার মাসের মধ্যেই ভেঙে যায়।

দীর্ঘদিন ধরে মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসকারী হেলেনার ক্যারিয়ার শুরু হয়েছিল বলিউডে। মৃত্যুর আগে, রোববার সকাল ৯টা ৩০ মিনিটে তিনি ফেসবুকে একটি পোস্ট করেন, যেখানে লেখা ছিল, “অদ্ভুত লাগছে। মিশ্র আবেগ। কেন এরকম হচ্ছে, কোনো ধারণাই নেই।” এরপরই খবর আসে যে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। তার মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যায়নি, তবে তার এই পোস্ট দেখে অনেক নেটিজেন মনে করছেন যে, হেলেনা কি আগাম মৃত্যুকে অনুভব করেছিলেন?

বিভিন্ন রিপোর্টে জানা গেছে, হেলেনার শরীর ভালো ছিল না এবং তিনি চিকিৎসকের পরামর্শ নেননি।

মিঠুনের সঙ্গে হেলেনার প্রেম সত্তরের দশকে শুরু হয় এবং ১৯৭৯ সালে তাদের বিয়ে হয়। এক পুরোনো সাক্ষাৎকারে হেলেনা বলেছিলেন, প্রথমে সবকিছু ঠিক ছিল, কিন্তু ক্রমে সম্পর্ক খারাপ হতে থাকে। বিয়ের চার মাসের মধ্যে তারা আলাদা হয়ে যান।

সেসময় মুম্বাইয়ের একাধিক সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছিলেন, মিঠুনের সঙ্গে বিয়েটা দুঃস্বপ্নের মতো ছিল। বিয়ের আগে তিনি অভিনেতাকে একভাবে চিনলেও, এক ছাদের নিচে বসবাসের সময় তার ভিন্ন রূপ দেখে তিনি ভীত হয়ে পড়েন।

হেলেনার আগে মিঠুনের বিয়ের কথা পাকা হয়েছিল মমতা শঙ্করের সঙ্গে, তবে নানা কারণে সেই সম্পর্ক ভেঙে যায়। পরবর্তীতে, মমতা শঙ্কর ১৯৭৮ সালে চন্দ্রদয় ঘোষকে বিয়ে করেন এবং এক বছর পর মিঠুন হেলেনাকে বিয়ে করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *