সাফ নারী চ্যাম্পিয়নশিপ জয়ের পর পিটার বাটলারের কোচ পদ ছাড়ার ঘোষণা

হ-বাংলা নিউজ:সাফ নারী চ্যাম্পিয়নশিপ জয়ের পরই কোচ পিটার বাটলার পদত্যাগের ঘোষণা দেন। টুর্নামেন্ট চলাকালে নারী ফুটবলারদের সঙ্গে তাঁর দূরত্বের বিষয়টি আলোচনায় আসে, যা গুঞ্জনের মধ্য দিয়ে কোচের দায়িত্ব ছাড়ার পেছনে যুক্ত হয়েছে।

তবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এর বিদায়ী কমিটির নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ মনে করেন, নারী দলের জন্য পিটার বাটলারই সবচেয়ে উপযুক্ত কোচ। রোববার (৩ নভেম্বর) এএফসি সভা শেষে বাফুফে ভবনে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন কিরণ।

নবনির্বাচিত কমিটিতে দায়িত্ব বণ্টন না হওয়া সত্ত্বেও কিরণ বলেন, “আমরা পিটার বাটলারকে নারী ফুটবল দলের সঙ্গে রাখার চেষ্টা করবো। সাম্প্রতিক সময়ে তিনি বাংলাদেশের আসা ভালো কোচদের মধ্যে একজন। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর।”

বাটলারের কোচিং দক্ষতা নিয়ে প্রশ্ন তোলা যায় না, কারণ তিনি বেশ কয়েকটি দেশের জাতীয় দলের কোচ হিসেবে কাজ করেছেন এবং ওয়েস্টহ্যাম ক্লাবের হয়ে খেলেছেন। তবে সাফ চ্যাম্পিয়নশিপে সিনিয়র ফুটবলারদের খেলাতে ‘অনীহা’র কারণে তাঁর এবং ফুটবলারদের মধ্যে সম্পর্কের অবনতি ঘটে।

এ বিষয়ে কিরণ বলেন, “বাটলার জুনিয়রদের খেলাতে চেয়েছিলেন, কারণ তারা ভালো করছে। কিন্তু সিনিয়ররা খেলতে চাইছিল, ফলে একটি দ্বন্দ্ব সৃষ্টি হয়েছিল। আমি তখন দুই পক্ষের সঙ্গেই আলোচনা করেছি। এটিকে খুব বেশি গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *