হ-বাংলা নিউজ: বলিউডের জনপ্রিয় অভিনেতা ভিকি কৌশল এবং অভিনেত্রী ক্যাটরিনা কাইফের সম্পর্ক প্রায়ই ভক্তদের মধ্যে আলোচনার বিষয় হয়ে ওঠে। বর্তমানে এই দম্পতি বিনোদন জগতের অন্যতম ‘পাওয়ার কাপল’ হিসেবে পরিচিত।
ক্যাটরিনার বিনয়ী স্বভাব ও কাজের প্রতি নিষ্ঠা ভিকির মন জয় করেছে। একজন প্রথম সারির অভিনেত্রী হয়েও কিভাবে সাধারণ জীবনযাপন করতে হয়, সেটিও ভিকি ক্যাটরিনার কাছ থেকে শিখেছেন।
ভিকি ও ক্যাটরিনার প্রেমের শুরুটা ঘটে জোয়া আখতারের বাড়িতে। করণ জোহরের ‘কফি উইথ করণ’ শোর একটি পর্বে ক্যাটরিনা জানিয়েছিলেন, তিনি ভিকিকে সহ-অভিনেতা হিসেবে দেখতে চান। এরপর ২০২১ সালের ডিসেম্বরে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন।
সম্প্রতি তাদের দীপাবলি উদযাপনের ছবি সোশ্যাল মিডিয়ায় সাড়া ফেলে দিয়েছে। তাদের রসায়ন নিয়ে নেটপাড়ায় প্রায়ই আলোচনা হয়। ভিকি তার স্ত্রীকে ভালোবাসার কারণ ব্যাখ্যা করেছেন।
ভিকি ক্যাটরিনার প্রসঙ্গে বলেন, “তার সুপারস্টার তকমা নয়, বরং তার উদার মন আমাকে মুগ্ধ করে। আমি সব সময় তাকে উৎসাহিত করতে চাই; কিন্তু সেটি সুপারস্টার হওয়ার জন্য নয়। সুপারস্টার হতে হলে বড় মন দরকার, যা ক্যাটরিনার রয়েছে। এ কারণেই আমি তাকে এত ভালোবাসি। ভালো মন নিয়ে কিভাবে জীবনযাপন করতে হয়, সেটিও আমি শিখেছি।”
তিনি আরও বলেন, “একসময় আমি নিজের ব্যাপারেও অনেক সংশয়ে ছিলাম, কিন্তু ক্যাটরিনা সেই শূন্যতা পূর্ণ করেছে। তিনি আমাকে শিখিয়েছেন কিভাবে মাটিতে পা রেখে চলতে হয়। তার স্থিরতা এবং বিনম্র আচরণ প্রতিমুহূর্তে আমাকে বিনয়ী হতে সাহায্য করেছে।”
