হ-বাংলা নিউজ: শিগগিরই নতুন সফরের সুখবর দিতে যাচ্ছেন তারকা দম্পতি রণবীর কাপুর ও আলিয়া ভাট। জানা গেছে, আসন্ন দীপাবলিতেই নতুন বাড়িতে উঠবেন তারা।
রণবীর ও আলিয়ার নতুন বাসস্থান নিয়ে দীর্ঘ সময়ের অপেক্ষা। বিয়ের পর থেকে তারা নতুন ঠিকানার নির্মাণ কাজ দেখতে যেতেন। মাঝে মাঝে তাদের সঙ্গে থাকতেন রণবীরের মা, নীতু কাপুরও।
অবশেষে সেই অপেক্ষার অবসান হতে চলেছে। দীপাবলিতে তারা নতুন বাড়িতে প্রবেশ করবেন, কারণ নির্মাণের কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। বাড়ির ভিডিও ইতোমধ্যেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
দম্পতির এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, “এই বাংলোর সঙ্গে পরিবারের সকলের আবেগ জড়িত। তাই বাড়ি তৈরির কাজে তারা সক্রিয় ছিলেন। ব্যস্ততার মধ্যেও রণবীর ও আলিয়া নিজেদের গিয়ে বাড়ির কাজের অগ্রগতি দেখে আসতেন।”
রণবীর কাপুরের দাদা, রাজ কাপুরের বাড়ি ছিল এই নতুন বাংলো। সেটিকে নতুনভাবে সাজিয়েছেন রণবীর ও আলিয়া। বাড়ির নাম রাখা হচ্ছে রাজ কাপুর ও তার স্ত্রী কৃষ্ণার নামে, ‘কৃষ্ণ রাজ’।
উল্লেখ্য, সম্প্রতি আলিয়ার ছবি ‘জিগরা’ মুক্তি পেয়েছে। যদিও বক্স অফিসে ছবিটি তেমন সফল হয়নি, তবে আলিয়ার অভিনয় প্রশংসিত হয়েছে। অন্যদিকে, তার হাতে রয়েছে সঞ্জয় লীলা ভন্সালীর ছবি ‘লাভ অ্যান্ড ওয়ার’, যেখানে রণবীর কাপুরও রয়েছেন।
