আজ সকাল থেকে জাতীয় ক্রিকেট দলের হেড কোচ চান্ডিকা হাথুরুসিংহের বরখাস্তের গুঞ্জন উঠেছে। এর পর দুপুর ১টার পরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) একটি বিজ্ঞপ্তিতে জানায়, সভাপতি ফারুক আহমেদ বিকাল সাড়ে ৩টায় সংবাদ সম্মেলন করবেন।
বিজ্ঞপ্তিতে সংবাদ সম্মেলনের বিষয়বস্তু উল্লেখ করা হয়নি, তবে সূত্রে জানা গেছে যে হাথুরুর বিষয়েই আলোচনা হবে এবং ফারুক আহমেদ তাকে ছাটাই করার খবর দিতে পারেন।
নতুন বিসিবি সভাপতি দায়িত্ব গ্রহণের পর বলেছিলেন, “চন্ডিকা হাথুরুসিংহের চুক্তির মেয়াদ সম্পর্কে আমি নিশ্চিত নই। তবে আমি আগের অবস্থানেই আছি (হাথুরুর বিদায় চান)। এখন আমি বিকল্প খুঁজতে চাই, তার চাইতে ভালো কিংবা কাছাকাছি মানের কাউকে পাওয়া যায় কিনা, সে বিষয়ে দেখব।”
তিনি আরও বলেন, “বাকিদের সঙ্গে আলাপ করব, সিইওর সঙ্গে কথা বলব এবং আগের কর্মীদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেব। আসলে আমি এখনো আমার অবস্থান থেকে সরে আসিনি।”
