সাবেক বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী ফারুক খান গ্রেফতার

সাবেক বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী এবং আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য লেফটেন্যান্ট কর্নেল (অব.) ফারুক খান গ্রেফতার হয়েছেন। সোমবার রাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে আটক করে।

বিশ্বস্ত সূত্র অনুযায়ী, ফারুক খানকে রাজধানীর ক্যান্টনমেন্টের বাসা থেকে গ্রেফতার করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক এই তথ্য নিশ্চিত করেছেন।

গত ২০ সেপ্টেম্বর, সুমন ইসলাম (২৩) নামে এক মাদ্রাসাছাত্রকে গুলি করে হত্যা করার ঘটনায় ফারুক খানের বিরুদ্ধে তার মা মোছা. কাজলী মামলা দায়ের করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, ছেলে সজীব ওয়াজেদ জয় এবং নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিকসহ ৩৮৮ জনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহারে বলা হয়েছে, গত ৫ আগস্ট বাইপাইল বাসস্ট্যান্ডের পুলিশ বক্সের সামনে পুলিশ ও আওয়ামী লীগের সন্ত্রাসীরা ছাত্র-জনতার ওপর নির্বিচারে গুলি চালায়, যার ফলে গুলিবিদ্ধ হন সুমন ইসলাম। প্রথমে তাকে স্থানীয় ক্লিনিকে নেওয়া হয়, পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭ আগস্ট তার মৃত্যু হয়।

এছাড়া, ফারুক খান গোপালগঞ্জ-১ আসন (মুকসুদপুর ও কাশিয়ানী উপজেলার ৭ ইউনিয়ন) থেকে দ্বাদশ সংসদ নির্বাচনে জয়ী হয়ে এমপি নির্বাচিত হয়েছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *