হ-বাংলা নিউজ: চলতি বছরের শুরুর দিকে আদিত্য রায় কাপুরের সঙ্গে সম্পর্ক ভেঙে যায় বলিউড অভিনেত্রী অনন্যা পাণ্ডের। এই ঘটনার পর অভিনেত্রী নাকি খুবই বিষণ্ন ছিলেন এবং প্রায়ই কান্নাকাটি করতেন।
অনন্যার এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, কান্না করার পর অভিনেত্রীর মধ্যে একটি বিশেষ পরিবর্তন অনুভব হয়। তিনি নিজেই বলেছেন, কান্নার পর নিজের প্রতি এক ধরনের ভালো লাগা অনুভব করেন। সম্প্রতি মুক্তি পাওয়া তার ছবি ‘কন্ট্রোল’ প্রশংসিত হচ্ছে, যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তার অন্ধকার দিক তুলে ধরা হয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে অনন্যা কাঁদো-কাঁদো ছবিও পোস্ট করতে পছন্দ করেন। তিনি মনে করেন, এসব ছবিতে তাকে আরও আকর্ষণীয় মনে হয়।
অনন্যা বলেন, কান্নার পর তার ত্বক ন্যাচারাল ঔজ্জ্বল্য পায়, যা তাকে বেশি ভালো লাগে। মন ভাঙার পর বহুবার কান্নাকাটি করেছেন। একবার তিনি কাঁদতে কাঁদতে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে মুগ্ধ হন। তখনই তার মনে হয়, “আরে, কান্নার পর তো আমি ভালোই লাগছি।”
এই উপলব্ধির পর আবারও কান্না শুরু করেন। তিনি মনে করেন, তার জীবনের সেরা ছবিগুলো কান্নার মুহূর্তের পরই উঠেছে, কারণ অশ্রু স্নানের ফলে গালে আলো পড়ে।
অনন্যা জানান, উত্তেজনার সময় তিনি তার অনুভূতি প্রকাশ করতে পারেন না এবং অস্থির হয়ে পড়েন। তাই কঠিন পরিস্থিতিতে প্রথমে স্থির থাকার চেষ্টা করেন, পরে নিজেকে সামলে নিয়ে মতামত দেন।
