হ-বাংলা নিউজ: ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের তুলনায় যুক্তরাষ্ট্রের জন্য ইসরাইলি জনগণের সম্পর্ক অধিক গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। সোমবার মার্কিন নিউজ চ্যানেল সিবিএসের “৬০ মিনিটস” প্রোগ্রামে তিনি এ কথা বলেন।
নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে দেওয়া ওই সাক্ষাৎকারে ডেমোক্র্যাট প্রেসিডেন্ট প্রার্থী হ্যারিস উল্লেখ করেন, ইসরাইলের প্রতি মার্কিন সমর্থন নীতির ভিত্তিতে নির্ভর করবে, ব্যক্তিগত সম্পর্কের ওপর নয়।
লেবাননে যুদ্ধবিরতি ইস্যুতে মার্কিন অবস্থান সম্পর্কে হ্যারিস জানান, ওয়াশিংটন হামাস এবং হিজবুল্লাহর মতো গোষ্ঠীগুলির বিরুদ্ধে আত্মরক্ষার জন্য ইসরাইলকে সমর্থন করছে। তিনি বলেন, ইসরাইল মার্কিন চাপের মধ্যে কিছু পদক্ষেপ নিয়েছে।
এছাড়া, জানা গেছে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে সমর্থন দিচ্ছেন নেতানিয়াহু। তবে হ্যারিস এ বিষয়ে কোনও মন্তব্য করেননি। তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র মানবিক সহায়তা বৃদ্ধি, বন্দীদের মুক্তি নিশ্চিত এবং যুদ্ধবিরতি কার্যকর করতে কাজ করতে চায়, এবং এজন্য ইসরাইল ও অন্যান্য আঞ্চলিক নেতাদের ওপর কূটনৈতিক চাপ বজায় রাখা হচ্ছে।
নেতানিয়াহু কি তার ঘনিষ্ঠ বন্ধু, এমন প্রশ্নের জবাবে হ্যারিস বলেন, উভয় দেশের জনগণের মধ্যে সম্পর্ক অনেক বেশি গুরুত্বপূর্ণ।
নির্বাচন আসন্ন হওয়ায় ইসরাইলকে সমর্থন দেওয়ায় যুক্তরাষ্ট্রের স্থানীয় মুসলমানদের কাছ থেকে তিনি বেশ চাপের সম্মুখীন। কারণ, তার দলের প্রেসিডেন্ট জো বাইডেন ইসরাইলের বিরুদ্ধে শক্ত অবস্থান নিতে ব্যর্থ হওয়ায় তারা হতাশ, এবং আরও শক্তিশালী অবস্থানের পক্ষে মত প্রকাশ করেছেন।
