আদনান সামির মা বেগম নওরিন সামি খান মারা গেছেন

হ-বাংলা নিউজ: বলিউডের প্রিয় সংগীতশিল্পী আদনান সামির মা বেগম নওরিন সামি খান (৭৭) মারা গেছেন।

সোমবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি মায়ের মৃত্যুর খবর জানান। একটি আবেগঘন খোলা চিঠিতে মায়ের প্রতি তার অনুভূতি প্রকাশ করেন।

মায়ের ছবির সঙ্গে আদনান লেখেন, “দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমার মা বেগম নওরিন সামি খান মারা গেছেন। আমাদের পরিবার গভীরভাবে শোকাহত। আমার মা ছিলেন এমন একজন, যাকে সবাই আজীবন মনে রাখবেন। তোমার স্পর্শ ও ভালোবাসা আমি খুব মিস করব মা। আপনার আত্মার শান্তি কামনা করবেন। সৃষ্টিকর্তা মাকে চিরশান্তিতে রাখুন।”

আদনানের এই পোস্টে তার ভক্তরা পরিবারকে সমবেদনা জানিয়েছেন।

আদনান সামির শেষ বলিউড গান ছিল ‘ভর দো ঝোলি মেরি’, যা সালমান খানের ২০১৫ সালের ব্লকবাস্টার ‘বজরঙ্গি ভাইজান’-এ ব্যবহৃত হয়েছিল এবং এটি সুপারহিট হয়েছিল।

ভারতের বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম পিঙ্কভিলার প্রতিবেদনে জানা গেছে, আসন্ন মিউজিক্যাল হরর সিনেমা ‘কসুর’-এ একটি রোমান্টিক গান গাইবেন আদনান সামি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *