ড. মুহাম্মদ ইউনূসের ‘থ্রি জিরো’ উন্নয়ন দর্শন: টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা

হ-বাংলা নিউজ: শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ‘থ্রি জিরো’ উন্নয়ন দর্শন টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এসডিজি ১৭ এর সফল বাস্তবায়ন অন্যান্য লক্ষ্যমাত্রা অর্জনের জন্য একটি সক্রিয় ও অপরিহার্য ভিত্তি তৈরি করবে বলে মত দিয়েছেন সংশ্লিষ্টরা।

সোমবার রাজধানীর শেরেবাংলা নগরের এন ই সি ২ সম্মেলন কক্ষে আয়োজিত এক সেমিনারে বক্তারা এ বিষয়ে আলোচনা করেন। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) বাস্তবায়নাধীন সাপোর্ট টু সাস্টেইনেবল গ্র্যাজুয়েশন প্রকল্প (এসএসজিপি) এর সহযোগিতায় সেমিনারটি অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজি বিষয়ক মূখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পররাষ্ট্র সচিব মু. রিয়াজ হামিদুল্লাহ এবং বাংলাদেশে আন্তর্জাতিক শ্রম সংস্থার কান্ট্রি ডিরেক্টর টুওমো পাওটিয়াইনেন। সেমিনারের সভাপতিত্ব করেন ইআরডি সচিব শাহরিয়ার কাদের ছিদ্দিকী।

লামিয়া মোরশেদ তার বক্তব্যে বলেন, ড. মুহাম্মদ ইউনূসের ‘থ্রি জিরো’ ভিত্তিক দারিদ্রমুক্ত, বেকারত্বমুক্ত ও কার্বন নিঃসরণমুক্ত উন্নয়ন দর্শন টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *