শিরোনাম: বিপিএল নিয়ে তোড়জোড় শুরু, সাকিবের ভবিষ্যৎ অনিশ্চিত

হ-বাংলা নিউজ: বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজনের প্রস্তুতি শুরু হয়ে গেছে। দলগুলো ইতোমধ্যেই তাদের স্কোয়াড গোছানোর কাজ শুরু করেছে। আগামী ১৪ অক্টোবর অনুষ্ঠিত হবে বিপিএল ড্রাফট। ফরচুন বরিশাল তামিম ইকবাল ও মুশফিকুর রহিমকে ধরে রাখছে, এবং ঢাকায় দেখা যেতে পারে মুস্তাফিজুর রহমানকে। তবে তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানের বিপিএলে অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

ড্রাফটের আগেই সাতটি দলকে তাদের রিটেইন এবং ডিরেক্ট সাইনিং তালিকা জমা দিতে হবে। কিন্তু সাকিবের গত আসরের দল রংপুর রাইডার্স তাকে রিটেইন করবে কিনা, সে বিষয়ে দলটি দ্বিধাদ্বন্দ্বে রয়েছে।

রংপুর দলের সূত্রে জানা গেছে, সাকিবের পারফরম্যান্স গত আসরে খুব বেশি সন্তোষজনক না হলেও তারা তাকে রিটেইন করতে চায়। তবে সাকিবের দেশে ফেরার বিষয়ে অনিশ্চয়তা থাকায় এখনও সিদ্ধান্ত নিতে পারছে না দলটি।

রংপুরের টিম ডিরেক্টর শাহনিয়ান তানিম শনিবার মিরপুরে বলেন, “সাকিবের অ্যাভেইলেবেলিটি নিয়ে সন্দেহ রয়েছে। এটা আমার হাতে নেই। তার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলা নিয়ে যা ঘটবে, তাতে আমাদের পরিকল্পনা নির্ভর করছে। তার অবস্থানের ওপরই আমরা সিদ্ধান্ত নেব।”

তবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে সাকিবের খেলা এখনও নিশ্চিত নয়। দেশের রাজনৈতিক পরিস্থিতির কারণে তিনি দেশে ফেরার সময় নিজের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। এরই মধ্যে তিনি দক্ষিণ আফ্রিকা সিরিজ দিয়ে টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। যদি তিনি দক্ষিণ আফ্রিকা সিরিজে অংশ নিতে দেশে না আসেন, তাহলে বিপিএলে খেলার সম্ভাবনাও অনেক কমে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *