হ-বাংলা নিউজ: ব্ল্যাক মানি’ ওয়েব সিরিজে অভিনয়ের খবর নিশ্চিত করেছেন নায়িকা পূজা চেরি। শনিবার (৫ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন রাফি, যেখানে উপস্থিত ছিলেন পূজা চেরি।
গত মাসে খবর রটেছিল যে, ব্ল্যাক মানিতে অভিনয় করবেন ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশা। তবে এক মাসের মধ্যেই রাফির এই প্রকল্পের নায়িকার পরিবর্তন ঘটেছে।
সম্প্রতি মিডিয়া পাড়ায় রাফি এবং তিশার প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়েছিল, কিন্তু কেউই এ বিষয়ে নিশ্চিত তথ্য দেয়নি। এর পরপরই ‘ব্ল্যাক মানি’ ওয়েব সিরিজের নায়িকা পরিবর্তনের খবর আসে।
পূজা চেরি ক্যারিয়ারের শুরুর দিকে রায়হান রাফির সঙ্গে দুটি সিনেমায় অভিনয় করেছেন। এবার তারা প্রথমবারের মতো একসঙ্গে ওয়েব সিরিজে কাজ করবেন।
‘ব্ল্যাক মানি’ সম্পর্কে এর আগে গণমাধ্যমকে রাফি জানিয়েছেন, এটি তার সাধারণ গল্প বলার ধারার থেকে অনেকটা ভিন্ন।
ওয়েব ফিল্মটিতে পূজা চেরির সঙ্গে অভিনয় করবেন চিত্রনায়ক রুবেলও। সংবাদ সম্মেলনে রাফির পাশে তাকে দেখা যায়।
