হ-বাংলা নিউজ: ২ অক্টোবর রাফী তার ফেসবুক পোস্টে জানিয়ে দেন, আসন্ন রোজার ঈদে মুক্তি পাবে ‘লায়ন’ এবং কুরবানির ঈদে আসবে ‘তুফান-২’। অর্থাৎ, জিৎকে নিয়ে নির্মিত ‘লায়ন’ আগামী বছরের রোজার ঈদে এবং ‘তুফান-২’ কুরবানির ঈদে মুক্তি পাবে। তবে, এই বিষয়ে মতামত দিয়েছেন পর্দার তুফান।
ঢালিউড সুপারস্টার শাকিব খান গণমাধ্যমকে জানিয়েছেন, আগামী বছর ‘তুফান-২’ মুক্তি পাবে না এবং এর কোনো সম্ভাবনা নেই। তিনি বলেন, “তুফান-২ হবে আরও পরে। এর জন্য দীর্ঘ প্রস্তুতি দরকার, এবং কয়েকটি দেশে শুটিং করতে হবে। প্রযোজকদের সঙ্গে আমার আলোচনা হয়েছে, কিন্তু এখনই কিছু ভাবার সময় নেই।”
রায়হান রাফী মন্তব্য করেন, “এখানে কিছু ভুল বোঝাবুঝি হচ্ছে। শাকিব খান মানেই তুফান। কুরবানির ঈদে শাকিব খানকে নিয়ে আমার একটি পরিকল্পনা রয়েছে, তবে ‘তুফান-২’ মুক্তি পাবে না।”
এদিকে, বছরের শেষের দিকে রাফীর ‘লায়ন’ সিনেমার কাজ শুরু হবে, যেখানে নায়ক হিসেবে থাকছেন বাংলাদেশের শরিফুল রাজ এবং পশ্চিমবঙ্গের জিৎ।
