হ-বাংলা নিউজ: বলিউড ও টালিউডের বর্ষীয়ান অভিনেতা মিঠুন চক্রবর্তী চলতি বছরের শুরুতে পদ্মভূষণ সম্মানে ভূষিত হয়েছেন। এবার তার ঝুলিতে যুক্ত হলো দাদাসাহেব ফালকে পুরস্কার। আজ ৩০ সেপ্টেম্বর এই ঘোষণা দেন মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।
এ খবর ছড়িয়ে পড়তেই উচ্ছ্বাসে ভাসছে টালিউড। টিভি ৯ বাংলাকে এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত ও পরমব্রত।
ঋতুপর্ণা সেনগুপ্ত বলেন, “ভীষণ আনন্দ হচ্ছে। এই পুরস্কার মিঠুন দার প্রাপ্য। উনি আমাদের দেশের গর্ব এবং আমাদের কাছে অনুপ্রেরণা। সম্প্রতি আমি মিঠুন দার ‘কাবুলিওয়ালা’ দেখে কেঁদেছি।”
অন্যদিকে, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তার জন্মদিনে এ সুখবর পেয়ে বলেন, “এ মুহূর্তটাকে আমাদের সবার উদযাপন করা উচিত। আমি মিঠুন দার বিশাল ভক্ত। তিনি দেশের অন্যতম সেরা অভিনেতা। দাদাকে আমার প্রণাম।”
রুদ্রনীল ঘোষ বলেন, “মিঠুন চক্রবর্তী যে সম্মান পেয়েছেন, সেটা খুব কম সংখ্যক অভিনেতার ভাগ্যে আসে।” পরমব্রত চট্টোপাধ্যায়ও বলেন, “যেদিন থেকে সিনেমা বুঝতে শিখেছি, দাদার কাজ দেখেছি। উনি এখনো একই উদ্যমে কাজ করছেন।”
এদিন মিঠুন চক্রবর্তী পুরস্কার পেয়ে বলেন, “আমি ভাষা খুঁজে পাচ্ছি না। এত বড় সম্মান পেয়ে আমি হাসতেও পারছি না, কাঁদতেও পারছি না। এই পুরস্কার আমি আমার পরিবার এবং ভক্তদের উৎসর্গ করছি।”
