উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতি: তিস্তা নদীর পানি বিপৎসীমা অতিক্রম

হ-বাংলা নিউজ:দক্ষিণাঞ্চলের পর এবার অতিবৃষ্টি এবং ভারতে আসা ঢলের কারণে দেশের উত্তরাঞ্চলের অধিকাংশ নদ-নদীতে পানি বেড়ে চলেছে। তিস্তা নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হয়ে রংপুরের চার জেলায় শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে, ফলে লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন।

এ অবস্থায়, বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাস।

তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভয়াবহ বন্যার পরিস্থিতির চারটি ছবি শেয়ার করে উত্তরাঞ্চলের পানিবন্দি পরিবারদের সাহায্যের জন্য আবেদন করেন। অপু লিখেছেন, “উত্তরাঞ্চলের চার জেলা লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম ও রংপুরের ২৫ হাজারের বেশি পরিবার পানিবন্দি। আসুন, আমরা ফেনী, নোয়াখালী, কুমিল্লার মতো পানিবন্দি মানুষগুলোর পাশে দাঁড়াই।”

কিন্তু, অভিনেত্রীর পোস্টের মন্তব্য বিভাগে ভক্তরা হতাশা প্রকাশ করেছেন। জুয়েল সর্দার নামের একজন ভক্ত লিখেছেন, “আপু, আমাদের রংপুর বাংলাদেশের বাইরে নয়, কিন্তু আজ এই অবস্থায় তাদের পাশে কেউ নেই।”

মুহাম্মদ ইউনুস বলেন, “উত্তরবঙ্গ বা দক্ষিণবঙ্গের কোনো কথা নয়, আমাদের পুরো বাংলাদেশকে মহান আল্লাহ হেফাজত করুন।” নাজিম খান মন্তব্য করেছেন, “উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি খুব খারাপ, যার যার সামর্থ্য অনুযায়ী তাদের পাশে দাঁড়াতে হবে।”

উল্লেখ্য, তিস্তা, ঘাঘট, যমুনেশ্বরী, করতোয়া, ধরলা, দুধকুমার এবং ব্রহ্মপুত্রসহ অসংখ্য নদী বিধৌত রংপুর অঞ্চলের নিম্নাঞ্চল প্লাবিত হতে শুরু করেছে। কোথাও কোথাও তিস্তার পানি বিপৎসীমা উপচে নদীর তীরবর্তী চরাঞ্চলে ঢুকে পড়েছে।

স্বল্পমেয়াদি বন্যার পাশাপাশি নদী ভাঙনের আশঙ্কাও দেখা দিয়েছে। পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে উঠতি আমন ধান এবং শীতকালীন শাক-সবজির ক্ষেত ডুবে গেছে, যা গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার পাশাপাশি রেলপথেও প্রভাব ফেলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *