সাকিবকে রাজনৈতিক অবস্থান পরিষ্কার করার আহ্বান আসিফ মাহমুদ

হ-বাংলা নিউজ:ক্রিকেটার সাকিব আল হাসানকে তার ‘রাজনৈতিক অবস্থান’ পরিষ্কার করতে বলেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। সম্প্রতি কানপুর টেস্টের আগে সাকিব দেশে নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করার পর এই মন্তব্য করেন তিনি।

কানপুর টেস্টের পূর্বে সংবাদ সম্মেলনে এসে সাকিব টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন। অক্টোবরে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ দিয়েই তিনি সাদা পোশাকের ক্রিকেট ক্যারিয়ার শেষ করার ইচ্ছা প্রকাশ করেন। তবে শেখ হাসিনার সরকারের পতনের পর বিদেশে অবস্থানরত সাকিব এখনও দেশে ফেরেননি। দক্ষিণ আফ্রিকার সিরিজের জন্য তার দেশে ফেরার বিষয়টি বর্তমানে ‘নিরাপত্তা’ প্রশ্নে আটকে আছে।

ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ নিশ্চিত করেছেন যে, খেলোয়াড় এবং বাংলাদেশের নাগরিক হিসেবে সাকিব পূর্ণ নিরাপত্তা পাবেন। তবে জনমনে যদি তার প্রতি ক্ষোভ থাকে, সেটি সমাধানে সাকিবকেই উদ্যোগ নিতে হবে বলে তিনি উল্লেখ করেন।

রোববার (২৯ সেপ্টেম্বর) গণমাধ্যমের সঙ্গে আলাপে আসিফ মাহমুদ বলেন, “যদি জনগণের মধ্যে ক্ষোভ থাকে, তাহলে তা কমানোর দায়িত্ব আমার। আমার মনে হয়, সাকিবের নিজের রাজনৈতিক অবস্থান পরিষ্কার করা প্রয়োজন। মাশরাফি বিন মুর্তজা এ বিষয়ে ইতোমধ্যে কথা বলেছেন।”

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদাহরণ উল্লেখ করে আসিফ মাহমুদ বলেন, “শেখ হাসিনাকেও নিরাপত্তা দেওয়া যায়নি, তাকে দেশ ছেড়ে যেতে হয়েছে। তাই রাজনৈতিক বিষয়টি পরিষ্কার করা অত্যন্ত জরুরি। প্রত্যেক খেলোয়াড়কে নিরাপত্তা দেওয়াই আমাদের দায়িত্ব এবং আমরা সেটি পালন করি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *