হ-বাংলা নিউজ:কানপুর টেস্টে নামার আগে সাকিব আল হাসান টেস্ট এবং টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। তিনি ২১ অক্টোবর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে অনুষ্ঠিত টেস্ট সিরিজ খেলে লাল বলের ক্রিকেট ছাড়বেন। সাকিবের আকস্মিক এই সিদ্ধান্তে চিত্রনায়িকা জাহারা মিতু হতাশা প্রকাশ করেছেন।
জাহারা মিতুর ক্রিকেটের প্রতি ভালোবাসা রয়েছে, কারণ তিনি একসময় নিয়মিত ক্রিকেট বিষয়ক অনুষ্ঠান উপস্থাপনা করেছেন। তাই তিনি ক্রিকেট সম্পর্কিত বিষয়ে নিজের অনুভূতি প্রকাশ করতে ভুল করেন না।
সাকিবের অবসরের ঘোষণার পর ফেসবুকে তিনি লিখেছেন, “সাকিব আল হাসান, যদি ক্রিকেট বিনোদনের মাধ্যম হয়, তবে আপনি এর রাজা।”
মন্তব্যে তিনি সাকিবকে নিয়ে আক্ষেপ করে লিখেছেন, “বাংলাদেশের কোনো ক্রিকেটারের বিদায় কখনোই সুন্দর ও উপযুক্ত সম্মানের সঙ্গে হয়নি।”
এছাড়া, উল্লেখ্য যে, সাবেক সংসদ সদস্য সাকিবের বিরুদ্ধে রাজধানীর আদাবর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। তিনি গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের আগে থেকেই বিদেশে অবস্থান করছিলেন এবং সরকার পতনের পর আর দেশে ফেরেননি।
