হ-বাংলা নিউজ: ওয়েস্ট ইন্ডিজের তারকা অলরাউন্ডার ডোয়াইন ব্রাভো সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। ৪১ বছর বয়সী এই ক্রিকেটার টি-টোয়েন্টিতে অনেক রেকর্ডের অধিকারী হয়ে এবার খেলোয়াড়ি জীবনের অধ্যায় শেষ করলেন।
তিনি আন্তর্জাতিক ক্রিকেটে ৫৮২টি ম্যাচ খেলে ৬৩১ উইকেট শিকার করেছেন এবং প্রায় ৭,০০০ রান সংগ্রহ করেছেন। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) খেলতে গিয়ে কুঁচকির চোট পেলে তিনি অবসরের সিদ্ধান্ত নেন।
মঙ্গলবার সিপিএলে ফিল্ডিংয়ের সময় আহত হয়ে তিনি মাঠ ছাড়েন এবং এরপরই ঘোষণা দেন যে, তিনি এই টুর্নামেন্ট খেলেই বিদায় জানাবেন। বৃহস্পতিবার ইনস্টাগ্রামে তিনি জানিয়ে দেন, “আমি ক্রিকেটকে বিদায় জানাচ্ছি।”
ব্রাভো বলেন, “এই খেলাই আমাকে সবকিছু দিয়েছে। পাঁচ বছর বয়স থেকে জানতাম, আমি এই খেলাটির জন্যই জন্মেছি। জীবনভর ক্রিকেটের জন্য নিজেকে উৎসর্গ করেছি এবং এর বিনিময়ে আমি পেয়েছি আমার ও আমার পরিবারের জন্য স্বপ্নের জীবন।”
তিনি আরও বলেন, “পেশাদার ক্রিকেটার হিসেবে ২১ বছরের এই যাত্রা অনেক উত্থান-পতনে ভরা। আমি স্বপ্নের জগতে ছিলাম কারণ আমি প্রতিটি পদক্ষেপে শতভাগ দিয়েছি।”
টি-টোয়েন্টি ক্রিকেটে ব্রাভো কিংবদন্তি। তিনি ৫৮২ ম্যাচে ৬৩১ উইকেট শিকার করেছেন এবং ব্যাট হাতে ৬,৯৭০ রান সংগ্রহ করেছেন। তার অর্জনের মধ্যে ২৬টি টি-টোয়েন্টি ট্রফি রয়েছে, যা কেবল তার বন্ধু কাইরন পোলার্ডের (২৯টি) চেয়ে কম।
ব্রাভো সিপিএলে রেকর্ড ৫টি শিরোপা জয় করেছেন এবং এছাড়াও আইপিএল, চ্যাম্পিয়ন্স লিগ, বিগ ব্যাশ, পিএসএল, বিপিএল, এবং দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি টুর্নামেন্টেও শিরোপা জিতেছেন।
গত কয়েক বছর ধরে তিনি আইপিএলে ‘মেন্টর’ হিসেবে কাজ করছিলেন, এবং খেলোয়াড়ি জীবন শেষ হওয়ার পর কোচিংয়ে তাকে দেখা যেতে পারে।
