হ-বাংলা নিউজ: বৃহস্পতিবার হঠাৎ করেই আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন সাকিব আল হাসান। তিনি জানান, ঘরের মাঠে টেস্ট ম্যাচ খেলে লাল বলের ক্রিকেট থেকেও বিদায় নেবেন। তবে ওয়ানডে ক্রিকেট নিয়ে এখনও কিছু জানাননি এই বিশ্বসেরা অলরাউন্ডার।
সাকিবের এই ঘোষণায় সারা দেশ চমকে গেছে। বর্তমান ফর্মে থাকা সত্ত্বেও তার টি-টোয়েন্টি থেকে বিদায় অনেকেই মেনে নিতে পারছেন না।
সাকিবের এই সিদ্ধান্তে দেশের বিভিন্ন শ্রেণীর মানুষ প্রতিক্রিয়া জানাচ্ছেন, যার মধ্যে দেশের শোবিজ অঙ্গনও রয়েছে। চিত্রনায়িকা জাহারা মিতু সাকিবের বিদায় নিয়ে তার মতামত প্রকাশ করেছেন। তিনি সামাজিক মাধ্যমে লেখেন, “সাকিব আল হাসান, ক্রিকেট যদি বিনোদন হয়, তাহলে আপনি সেখানকার বস।”
এছাড়া, সাকিবকে নিয়ে আক্ষেপও প্রকাশ করেছেন মিতু। এক শুভাকাঙ্ক্ষীর মন্তব্যের জবাবে তিনি লেখেন, “বাংলাদেশের কোনো ক্রিকেটারের শেষটা আজ পর্যন্ত সুন্দর ও সম্মানের সঙ্গে হলো না।”
অন্য এক মন্তব্যে তিনি বলেন, “আশপাশে নাগিনরা থাকলে কেমনে হবে; ছোটবেলা সাপের ছবি দেখে জাতির আজ এ অবস্থা।”
এদিকে, সরকারী চাকরিতে কোটা সংস্কার নিয়ে ছাত্রদের গণআন্দোলনের প্রেক্ষাপটে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে যান। হাসিনা সরকারের পতনের পর জাতীয় দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানও বিপাকে পড়েছেন।
তিনি সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে মাগুরা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। কিন্তু গত ৫ আগস্ট সরকার পতনের পর ছাত্রদের ওপর গুলি চালানোর অভিযোগে মোহাম্মদপুরের একটি মামলায় আসামি হন সাকিব।
গত কয়েক মাস ধরে একের পর এক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছেন সাকিব। হয়তো এসব কারণে হঠাৎ করেই আন্তর্জাতিক টি-টোয়েন্টি ও টেস্ট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন।
