সালমান শাহের চলচ্চিত্র যাত্রা ও ব্যক্তিগত জীবন

হ-বাংলা নিউজ: চিত্রনায়ক সালমান শাহ ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন এবং দ্রুত দর্শকদের হৃদয়ে জায়গা করে নেন। ১৯ সেপ্টেম্বর ছিল এই কিংবদন্তির জন্মদিন; বেঁচে থাকলে তিনি আজ ৫৩ বছর পূর্ণ করতেন। সালমানের মৃত্যুর পর তার স্ত্রী সামিরা গণমাধ্যমের সামনে খুব বেশি আসেননি, আদালতে কিছু কথা বলেছেন।

সাম্প্রতিক এক সাক্ষাৎকারে সামিরা বলেন, “আমরা একে অপরকে খুব ভালোবাসতাম। আমাদের মধ্যে কিছু মনোমালিন্য হলেও সালমান তা দ্রুত মিটিয়ে দিত।”

সালমানের আত্মহত্যার দিন (৬ সেপ্টেম্বর ১৯৯৬) কী ঘটেছিল, জানতে চাইলে সামিরা বলেন, “সেদিন সামান্য কথা কাটাকাটি হয়েছিল, এরপর সালমান রুমে গিয়ে দরজা বন্ধ করে দেয়। আমি তখন অন্য রুমে ছিলাম। এর মধ্যেই ঘটনা ঘটে যায়।”

তিনি আরও জানান, সালমান এর আগেও আত্মহত্যার চেষ্টা করেছিলেন, কিন্তু সেইবার আর ফেরানো সম্ভব হয়নি। সালমানের পরিবার মনে করে, তার মৃত্যু স্বাভাবিক ছিল না এবং পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এ বিষয়ে সালমানের মা নীলা চৌধুরী মামলা করেছেন, যার প্রধান অভিযুক্ত সামিরা।

মৌসুমী ছিল সালমান শাহের প্রথম নায়িকা, কিন্তু পরে তিনি শাবনূরের সঙ্গে কাজ করতে শুরু করেন। সামিরা বলেন, “মৌসুমী ও সালমান অভিনয় না করার সিদ্ধান্ত নিয়েছিল। এক শুটিং সেটে কথা কাটাকাটির পর তারা একসঙ্গে সিনেমা করবেন না বলে সিদ্ধান্ত নেয়।”

শাবনূরের সঙ্গে সালমানের সম্পর্কের বিষয়ে তিনি বলেন, “হ্যাঁ, তাদের মধ্যে সম্পর্ক ছিল। এর জন্য আমাদের মধ্যে সমস্যা হয়েছিল, কিন্তু সালমান সবকিছু মিটিয়ে নেয়।”

১৯৯৩ সালে ‘কেয়ামত থেকে কেয়ামত’ ছবির মাধ্যমে সালমান শাহের চলচ্চিত্র ক্যারিয়ার শুরু হয়। চার বছরের ক্যারিয়ারে তিনি ২৭টি ছবিতে অভিনয় করেছেন, যার অধিকাংশই সুপারহিট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *