ইনল্যান্ড এম্প্যায়ারের জনপ্রিয় সামাজিক সংগঠন বি সি আই ই এর নব গঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত।

হ-বাংলা নিউজ: খায়রুজ্জামান মামুন, অনাড়ম্বর পূর্ণ এক অনুষ্ঠানের মোধ্য দিয়ে অভিষেক ঘটল দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ইনল্যান্ড এম্প্যায়ারের অন্যতম জনপ্রিয় সামাজিক সংগঠন “বাংলাদেশী কমিউনিটি অব ইনল্যান্ড এম্প্যায়ার”(BCIE)এর নব গঠিত কমিটির।

স্থানীয় এক দল প্রবাসী বাংলাদেশীদের দ্বারা পরিচালিত সংগঠনটি দীর্ঘ দিন যাবত কমিউনিটির কল্যাণে বিশেষ ভুমিকা রেখে চলেছে। বাংলাদেশ ও আমেরিকার যে কোন দুর্যোগময় মুহুর্তে মানুষের পাশে দাঁড়ানো কিংবা দেশীয় সংস্কৃতি, কালচার আমেরিকায় আমাদের পরবর্তী প্রজন্মের কাছে তুলে ধরা সহ আরো বিভিন্ন কল্যাণকর কাজে এই সংগঠনটির ভুমিকা কমিউনিটির মানুষের কাছে স্বীকৃত।

গতকাল রাতে স্থানীয় May Rench Elementary স্কুলের একটি হলে অনুষ্ঠিতব্য নতুন কমিটির অভিষেক অনুষ্ঠানে মানজুর আহমেদ অপুকে সভাপতি ও সানি কবিরকে সাধারণ সম্পাদক হিসেবে নাম ঘোষণা করা হয়। নতুন কমিটির অন্যান্য নেতৃবৃন্দের মোধ্য রয়েছেন, জনাব দেলোয়ার হোসেন(সহ সভাপতি), জনাবা রেখা চৌধুরী(সহ সভাপতি), জনাব পলাশ রহমান( কোষাধ্যক্ষ), জনাব সাজ্জাদ পারভেজ(পাবলিক রিলেশান), জনাব শেখ হাসান(প্রেস সেক্রেটারী), জনাবা লুনা আনিকা(সাংগঠনিক সম্পাদিকা), জনাব মাহদি সাবিন সেলিম(নির্বাহী সদস্য), জনাব শেখ রফিক(নির্বাহী সদস্য) জনাব জিল্লুর রহমান নিরু(নির্বাহী সদস্য), জনাব শফিক টিটু ইসলাম(নির্বাহী সদস্য), জনাব মোঃ ফজলুল হক(নির্বাহী সদস্য), জনাবা দিলারা রফিক(নির্বাহী সদস্যা)।

নাম ঘোষনার পর পরই নতুন কমিটির শপথ পড়ানো হয়। নেতৃবৃন্দকে শপথ বাক্য পাঠ করান কমিউনিটির সর্বজন শ্রদ্ধেয় জনাব শহীদ রনি।শপথ গ্রহন শেষে নব গঠিত কমিটির সভাপতি জনাব মানজুর আহমেদ অপু ও সাধারণ সম্পাদক জনাব সানি কবির সহ অন্যান্য নেতৃবৃন্দ অনুষ্ঠানে আগত অতিথিদের উদ্দ্যেশ্যে স্বাগত বক্তব্য দেন।

নিজ নিজ বক্তৃতায় নেতৃবৃন্দ সংগঠনের প্রতি তাদের দায়বদ্ধতা ও আগামীতে সংগঠনকে আরো শক্তিশালী করতে তাদের আন্তরিকতার কথা জোড় দিয়ে তুলে ধরেন। অভিষেক অনুষ্ঠানে স্থানীয় বাংলাদেশী আমেরিকান কমিউনিটির বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, সুধী সমাজ, সাংবাদিক সহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।

বি সি আই ই এর সিনিয়র সদস্য জনাব শেখ রফিক প্রথম পর্বের অনুষ্ঠানটি পরিচালনা করেন এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের উপস্থাপনায় ছিলেন জনপ্রিয় উপস্থাপিকা লুনা আনিকা। অনুষ্ঠানে আগত অতিথিদের সম্মানে রাতের খাবার পরিবেশন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *