হ-বাংলা নিউজ: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ২৫ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশগ্রহণ করবেন। এই উপলক্ষে তাদের মধ্যে কুশলাদি বিনিময়ের সুযোগ থাকতে পারে। তবে, জাতিসংঘ সফরকালে তিনি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সঙ্গে একটি আনুষ্ঠানিক বৈঠকও করবেন।
বাংলাদেশ ১৯৭৪ সালে জাতিসংঘের সদস্যপদ লাভ করে এবং সদস্যপদের ৫০ বছর পূর্তি উপলক্ষে একটি বিশেষ অনুষ্ঠান আয়োজন করছে। ২৪ সেপ্টেম্বর সন্ধ্যায় জাতিসংঘের বাংলাদেশ স্থায়ী মিশনের আয়োজনে ড. ইউনূস প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখবেন। অনুষ্ঠানে জাতিসংঘে উপস্থিত সব সরকার ও রাষ্ট্রপ্রধানদের উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।
