নচিকেতা চক্রবর্তী ও জয় শাহরিয়ার একত্রে প্রকাশ করলেন ‘তথাগত’ অ্যালবাম

হ-বাংলা নিউজ: নচিকেতা চক্রবর্তী এবং জয় শাহরিয়ারের দ্বৈত অ্যালবাম ‘তথাগত’ প্রকাশ করেছে আজব রেকর্ডস। এই সাত গানের অ্যালবামে গান লিখেছেন নিয়াজ আহমেদ অংশু, এশরার লতিফ, তানবীর সাজিব, সালমা সুলতানা ও মারুফ হাসান, এবং সব গানের সুর দিয়েছেন জয় শাহরিয়ার। সংগীতায়োজন করেছেন জয় শাহরিয়ার, মহান ফাহিম, এবং আমিন জামায়েল তিলক। শব্দ সংমিশ্রণে ছিলেন আমজাদ হোসেন বাপ্পী ও নাবিদ সালেহীন নিলয়। ‘তথাগত’ অ্যালবামের গানগুলোর মধ্যে রয়েছে “আরেকটিবার বাঁচো,” “কেউ নেই ভালো,” “কিংবা তোমার কেউ না,” “উটপাখি,” এবং “কথারা।”

এ প্রসঙ্গে নচিকেতা বলেছেন, “জয়ের গান আমার ভালো লাগে। তার নিবেদন প্রশংসনীয়। পুরো অ্যালবাম করতে খুব ভালো লাগলো। আশা করি, শ্রোতাদের গানগুলো ভালো লাগবে।”

জয় শাহরিয়ার মন্তব্য করেন, “নচিদা আমার স্বপ্নের শিল্পীদের একজন। তার সঙ্গে দ্বৈত অ্যালবাম তৈরি করা আমার জন্য স্বপ্নপূরণ। ২০১৬ সালে বিশ্বদারের সঙ্গে অ্যালবাম করার পর আট বছর পর আবার দ্বৈত অ্যালবাম করলাম। আশা করি, শ্রোতাদের গানগুলো ভালো লাগবে।”

‘তথাগত’ অ্যালবামটি শোনা যাচ্ছে আজব রেকর্ডসের ইউটিউব চ্যানেলে এবং এটি স্পটিফাই, অ্যামাজন, আইটিউনস, স্বাধীন মিউজিকসহ সব স্ট্রিমিং প্ল্যাটফর্মে উপলব্ধ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *