লমান খানের বাবা সেলিম খানকে হুমকি, বিষ্ণোই গ্যাংয়ের নাম উল্লেখ

হ-বাংলা নিউজ: বলিউড অভিনেতা সালমন খানের বাবা, বর্ষীয়ান চিত্রনাট্যকার সেলিম খানকে হুমকি দিয়েছেন এক ব্যক্তি। এই হুমকি লরেন্স বিষ্ণোইয়ের নাম নিয়ে দেওয়া হয়েছে। বান্দ্রা পুলিশের পক্ষ থেকে বুধবার এক বাইক আরোহীকে আটক করা হয়েছে, যিনি সেলিম খানকে খুনের হুমকি দিয়েছেন বলে অভিযোগ রয়েছে। তবে পুলিশের ধারণা, এটি কেবল ভয় দেখানোর জন্য করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, বুধবার সকালে যখন সেলিম খান কার্টার রোডে হাঁটছিলেন, তখন একটি স্কুটার এসে তার কাছে থামে। স্কুটারে থাকা একজন পুরুষ ও এক মহিলা হুমকির সুরে বলেন, “লরেন্স বিষ্ণোইকে পাঠাব নাকি?” এবং তারপর দ্রুত সেখান থেকে পালিয়ে যান। সেলিম খান জানিয়েছেন, মহিলার মুখ বোরখা দিয়ে ঢাকা ছিল।

স্কুটারটি কার্টার রোড থেকে ব্যান্ডস্ট্যান্ড রোডের দিকে যাচ্ছিল। তাদের কথাবার্তার পরপরই তারা ইউ টার্ন নিয়ে চলে যায়। এই ঘটনার পর সেলিম খান পুলিশের কাছে গিয়ে অভিযোগ জানান। তিনি স্কুটারের নম্বরপ্লেট থেকে চারটি সংখ্যা মনে রাখতে পেরেছিলেন: ৭৪৪৪। ওই অভিযোগের ভিত্তিতে পুলিশ বাইক আরোহীকে আটক করেছে এবং একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে।

এটি একমাত্র এ ঘটনা নয়; দুদিন আগে একজন বাইক আরোহী দ্রুত গতিতে সালমান খানের গাড়ির কনভয়ে ঢোকার চেষ্টা করেছিলেন। এর আগেও সেলিম খানকে হুমকি দেওয়া হয়েছে, এবং ১৪ এপ্রিল দুই ব্যক্তি বাইকে এসে সালমানের বাড়ির দিকে গুলি চালিয়েছিলেন। সেই ঘটনার পর একাধিক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে এবং প্রায় ১৮০০ পাতার একটি চার্জশিট ফাইল করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *