রবিচন্দ্রন অশ্বিনের অসাধারণ পারফরম্যান্সে ভারতকে টেনে তুললেন

হ-বাংলা নিউজ: রসিকতা করে কেউ কেউ বলেন, রবিচন্দ্রন অশ্বিন এখন ফুলটাইম বিশ্লেষক, পার্টটাইম ক্রিকেটার। তবে ৩৮ বছর বয়সী এই ব্যাটার এখনও টেস্ট ক্রিকেটে দাপটের সঙ্গে খেলছেন। চেন্নাই টেস্টে তিনি স্বাগতিক দলের মর্যাদা রক্ষা করেছেন।

অশ্বিন ম্যাচ শুরুর আগে বাংলাদেশের শক্তি নিয়ে বলেন, “বাংলাদেশ এখন আর ছোট দল নয়।” সাক্ষাৎকারে তিনি পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ২-০ ব্যবধানে সিরিজ জয় তুলে ধরেন, যা ক্রিকেট দুনিয়াকে চমকে দিয়েছে। তিনি বলেন, “এখন আর বাংলাদেশকে ছোট দল বলার সুযোগ নেই। তারা দারুণ ক্রিকেট খেলেছে।”

অশ্বিনের কথাগুলোকে সত্য প্রমাণ করেছেন বাংলাদেশি বোলাররা। হাসান মাহমুদ, তাসকিন আহমেদ ও নাহিদুল ইসলাম রোহিতের ভারতকে কার্যকরীভাবে চাপে ফেলেন। প্রথম সেশনে হাসান শিকার করেন রোহিত শর্মা, শুবমান গিল এবং বিরাট কোহলিকে।

হাসানের দারুণ বোলিংয়ে ৩৪ রানে ৩ উইকেট হারিয়ে ভারত চাপের মধ্যে পড়ে। তবে ঋষভ পন্ত ও যশস্বি জসওয়াল কিছুটা দৃঢ়তা দেখান। পন্ত ৫২ বলে ৩৯ রান করে ফেরার পর তাদের ৬২ রানের জুটি ভেঙে যায়।

জসওয়াল নাহিদ রানার শিকার হওয়ার আগে ৫৬ রান করেন। লাঞ্চের আগে মেহেদি হাসান মিরাজ ১৬ রানে লোকেশ রাহুলকে আউট করেন।

দ্বিতীয় সেশনের শেষে ভারতের সংগ্রহ ছিল ১৭৬ রান, ৬ উইকেট হারিয়ে। তবে চা বিরতির পর অশ্বিন ও জাদেজা দুর্দান্ত পারফরম্যান্স দেখান। দুজনেই অর্ধশতক তুলে নেন, এবং অশ্বিন দিনের শেষে সেঞ্চুরি অর্জন করেন।

অশ্বিন ১০৮ বলে ১০২ রানে অপরাজিত থাকেন, ১০টি চার ও ২টি ছক্কার সাহায্যে। অপরপ্রান্তে রবিন্দ্র জাদেজা ৮৬ রানে অপরাজিত। তাদের ১৯৫ রানের অনবদ্য জুটিতে ভারত এখন ৩৩৯ রানে পৌঁছেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *