“দেশের পর্যটনশিল্পে গতি ফেরাতে শুরু হচ্ছে ১১তম এশিয়ান ট্যুরিজম ফেয়ার

হ-বাংলা নিউজ: দেশের পর্যটনশিল্পে নতুন গতি আনার লক্ষ্যে আগামী বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) থেকে ঢাকায় শুরু হচ্ছে তিন দিনব্যাপী ১১তম এশিয়ান ট্যুরিজম ফেয়ার। ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় আয়োজিত এই মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে।

মঙ্গলবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। মেলার উদ্বোধন হবে বৃহস্পতিবার বিকেল তিনটায়। মেলায় প্রবেশমূল্য ৩০ টাকা নির্ধারণ করা হয়েছে। প্রবেশ কুপনের বিপরীতে র‌্যাফেল ড্র বিজয়ীরা পেতে পারেন এয়ারলাইন্স টিকিট এবং বিভিন্ন আকর্ষণীয় গিফট ভাউচার।

এই মেলার আয়োজন করছে পর্যটন বিচিত্রা, যা গত ১১ বছর ধরে ধারাবাহিকভাবে অনুষ্ঠিত হচ্ছে। সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের মেলায় বাংলাদেশ, মালদ্বীপ, চীন, ফিলিপাইন, শ্রীলঙ্কা, ভিয়েতনাম, ভুটান ও সিঙ্গাপুরের শতাধিক পর্যটন সংস্থা অংশগ্রহণ করবে। মেলায় থাকবে আসন্ন পর্যটন মৌসুমে দেশ ও বিদেশে বেড়ানোর জন্য বিভিন্ন আকর্ষণীয় ভ্রমণ অফার, হোটেল, রিসোর্ট অথবা প্যাকেজ বুকিংসহ বিশেষ ছাড়ের সুযোগ।

মেলায় অন্যান্য আকর্ষণীয় আয়োজনের মধ্যে থাকবে পর্যটন বিষয়ক সেমিনার, শিশুদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং বিজনেস টু বিজনেস (বিটুবি) মিটিং। প্রতিদিন সন্ধ্যায় চীন, ফিলিপাইন ও বাংলাদেশের সাংস্কৃতিক অনুষ্ঠানও অনুষ্ঠিত হবে। এই মেলার মাধ্যমে পর্যটন শিল্পের একটি পূর্ণাঙ্গ চিত্র দর্শনার্থীদের সামনে তুলে ধরা হবে।

সংবাদ সম্মেলনে পর্যটন বিচিত্রার সম্পাদক ও এশিয়ান ট্যুরিজম ফেয়ারের চেয়ারম্যান মহিউদ্দিন হেলাল বলেন, “এই মেলার মূল উদ্দেশ্য হলো বাংলাদেশের পর্যটন আকর্ষণকে দেশ-বিদেশের মানুষের কাছে আরও জনপ্রিয় করা এবং আঞ্চলিক পর্যটন শিল্পের সঙ্গে একটি সেতুবন্ধন তৈরি করা।”

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আতিকুর রহমান, ঢাকায় মালদ্বীপ হাইকমিশনের থার্ড সেক্রেটারি আশিথ শামলা, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জেনারেল ম্যানেজার (সেলস) মোহাম্মদ শামসুল করিম, টুরিস্ট পুলিশ বাংলাদেশের পুলিশ সুপার (লিগ্যাল অ্যান্ড মিডিয়া) মোহাম্মদ বদরুল আলম মোল্লা, ইন্টারকন্টিনেন্টাল ঢাকার ফুড অ্যান্ড বেভারেজের পরিচালক ওলিভার লোরেক্স, বাংলাদেশ ইন্টারন্যাশনাল হোটেল অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি এইচ এম হাকিম আলী, অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশের সভাপতি আব্দুস সালাম আরেফ এবং ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টোয়াব) সভাপতি মো. রাফিউজ্জামান প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *