হ-বাংলা নিউজ: একসময় বিজ্ঞাপন ও নাটকে ব্যাপকভাবে ব্যস্ত ছিলেন আনিকা কবির শখ। তার অভিনয় ও নাচের কেরিয়ার ছিল জমজমাট। কিন্তু হঠাৎ করেই মিডিয়া থেকে বিরতি নিয়ে তিনি আড়ালে চলে যান। সংসার, স্বামী এবং সন্তানকে সময় দেওয়ার জন্য নিজের মিডিয়া কেরিয়ারের একটি অঘোষিত বিরতি নেন। এবার সেই বিরতি শেষে আবারও কাজে ফিরেছেন শখ।
বছরের শুরুতেই শখ নতুন কিছু বিজ্ঞাপনের কাজে যুক্ত হন এবং আলোক হাসানের পরিচালনায় ‘ত্রিভুজ’ নামক একটি ওয়েব ফিল্মে কাজ শেষ করেন। দীর্ঘ বিরতির পর কাজে ফিরে তিনি আবারও ব্যাপকভাবে ব্যস্ত হয়ে উঠেছেন।
এই প্রসঙ্গে শখ বলেন, “সবারই একটি নিজস্ব জায়গা থাকে। আমিও মনে করি, আমারও সেই জায়গাটা আছে। আমি কিছুটা সময় বিরতি দিয়েছিলাম, কিন্তু সেই জায়গা তো আছেই। আমি সেই জায়গাতেই ফিরেছি।”
তিনি আরও বলেন, “আমি বিশ্বাস করি, কারও জায়গা কেউ নিতে পারে না। আমি ছোট থেকেই কাজ শুরু করেছি এবং আমার বিশ্বাস ছিল, আমার দর্শক আমাকে কখনো ভুলবে না।”
শখ ‘বলো না তুমি আমার’ সিনেমার মাধ্যমে রূপালী পর্দায় কাজ শুরু করেন, যা ২০১০ সালে মুক্তি পায়। এর পর ‘অল্প অল্প প্রেমের গল্প’ নামে আরেকটি সিনেমায় অভিনয় করেন। তবে এরপর বড় পর্দায় তাকে আর দেখা যায়নি।
শখ জানান, তিনি সিনেমার জন্য কাজ করেছিলেন কিন্তু সিনেমার প্রতি তার বিশেষ আগ্রহ ছিল না। তিনি বলেন, “আমি সিনেমা করার সিদ্ধান্ত হঠাৎ করেই নিয়েছিলাম। আসলে আমার তেমন আগ্রহ ছিল না। এখনো সিনেমায় অভিনয় নিয়ে বিশেষ কোনো ইচ্ছা নেই। নাটকের কাজই আমার বেশি ভালো লাগে।”
