পুরনো ছন্দে ফিরেছেন আরফিন রুমি, নতুন গানের চমক নিয়ে প্রস্তুত

হ-বাংলা নিউজ: দেশের জনপ্রিয় গায়ক, সুরকার এবং সংগীত পরিচালক আরফিন রুমি কিছুদিন লাইনচ্যুত থাকলেও বর্তমানে আবার আগের মতো পুরনো ছন্দে ফিরে এসেছেন। এখন পুরোপুরি গানে ডুবে আছেন এবং নতুন গান নিয়ে ব্যস্ত রয়েছেন।

বিস্তারিত তথ্য না দিলেও, রুমি জানিয়েছেন যে শ্রোতাদের জন্য শিগগিরই একটি চমক আসছে। তিনি সিনেমার জন্য গান করছেন এবং বলেন, “কাজ শুরু করেছি এবং নতুন গানের পরিকল্পনা চলছে। আমার শ্রোতাদের জন্য শুধু এটুকু বলব, অপেক্ষা করুন। আমি একটি চমক নিয়ে আসছি। সামনে আমার কিছু নতুন গান আসবে। যারা আমাকে ভালোবাসেন, তারা গানগুলো শুনবেন এবং আশা করছি, গানগুলো সবার ভালো লাগবে।”

গানে অনিয়মিত হওয়ার কারণ ব্যাখ্যা করে রুমি বলেন, “আগে অনেক বেশি অডিও গান এবং সিনেমা হতো, কিন্তু এখন তেমনটা হয় না। সিলেকটিভ কিছু কাজ হয় এবং বাংলাদেশে মিউজিক ডিরেক্টরের সংখ্যা বেড়েছে। শিল্পীদের নিজস্ব গান এবং সিনেমার কাজ কমেছে। এতে আমার কোনো দোষ নেই। আমি যখন নিয়মিত কাজ করতাম, তখন সবার সঙ্গে যোগাযোগ ছিল। মাঝে বিরতির পর আবার কাজ শুরু করেছি। এখন দেখি কী হয়।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *