হ-বাংলা নিউজ:চ্যাম্পিয়নস লিগে স্বপ্নময় সূচনা করেছে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ। ক্রোয়েশিয়ার ক্লাব দিনামো জাগ্রেবকে তারা ৯-২ গোলে বিধ্বস্ত করেছে। এই ম্যাচে হ্যারি কেইন একাই চারটি গোল করেছেন।
নতুন কোচ ভিনসেন্ট কোম্পানির অধীনে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে বায়ার্ন। কেইন একাই চারটি গোল করেছেন, আর ওলিসে দুইটি গোল করেছেন। অন্য তিন গোলদাতা হলেন রাফায়েল গের্রেইরো, লেরয় সানে এবং লেয়ন গোরেটস্কা।
ম্যাচের প্রথমার্ধে সার্জিও গ্যানেব্রির গোল ভিএআর দ্বারা বাতিল করা হয়। তবে ১৯ মিনিটে পেনাল্টি থেকে বায়ার্নকে লিড এনে দেন কেইন। এরপর আরও দুটি পেনাল্টি গোল করে দলের জয় নিশ্চিত করেন কেইন। প্রথমার্ধেই বায়ার্ন তিনটি গোল করে প্রতিপক্ষের জালে।
দ্বিতীয়ার্ধে দিনামো জাগ্রেব পরপর দুইটি গোল করে ম্যাচে ফেরার ইঙ্গিত দেয়। ৪৯ ও ৫০ মিনিটে তারা গোল করে। তবে বায়ার্ন পরবর্তী সময়ে তাদের ওপর আক্রমণের ঝড় বইয়ে দেয়, দ্বিতীয়ার্ধে আরও ৬ গোল করে তারা ৯-২ গোলে জয়লাভ করে। এভাবে বায়ার্ন মিউনিখের চ্যাম্পিয়নস লিগ মিশন শুরু হয় অত্যন্ত শক্তিশালী অবস্থানে।
