রোহিত শর্মা: বাংলাদেশের বিপক্ষে তার টেস্ট রেকর্ড ও ভবিষ্যৎ

হ-বাংলা নিউজ: রোহিত শর্মা কে, কী করতে পারেন—এই প্রশ্নের আলোচনায় নতুন কিছু নেই। ১৭ বছর ধরে প্রতিপক্ষ দলগুলি এই নামের সঙ্গে পরিচিত এবং তার ব্যাটিং শৈলীও তারা ভালোভাবেই জানে।

তবে, এই পরিচিতির পরেও অনেক সময়ই দলগুলো তার সামনে চাপে পড়ে। ভারত সফরে বাংলাদেশের জন্য রোহিত শর্মা বড় উদ্বেগের নাম। কিন্তু পরিসংখ্যানের একটি পৃষ্ঠা থেকে বাংলাদেশের জন্য কিছুটা আশার আলো থাকতে পারে।

রোহিত শর্মার টেস্ট ক্যারিয়ারে বাংলাদেশের বিপক্ষে সবচেয়ে কম ব্যাটিং গড়—মাত্র ১১। যদিও তিনি বাংলাদেশের বিপক্ষে মাত্র ৩টি টেস্ট খেলেছেন। এই ৩ টেস্টে ৩ ইনিংসে তার মোট রান মাত্র ৩৩। বাংলাদেশের বিপক্ষে তার প্রথম টেস্ট ছিল ২০১৫ সালে ফতুল্লায়। বৃষ্টিবিঘ্নিত সেই ম্যাচে ভারতের সঙ্গে ড্র করে বাংলাদেশ। সেখানে তিনি তিন নম্বরে ব্যাটিং করে ৬ রান করে সাকিব আল হাসানের বলে বোল্ড হন।

এরপর ২০১৯ সালে বাংলাদেশের বিপক্ষে দুইটি টেস্ট খেলেন রোহিত। ওই দুই টেস্টে বাংলাদেশ ইনিংস ব্যবধানে হারায় এবং রোহিত যথাক্রমে ৬ ও ২১ রান করেন। টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশের বিরুদ্ধে রোহিতের ভাবনা নেই, কারণ আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিয়ে ফেলেছেন।

রোহিতের ২০১৫ সালের বিপরীতে ২০১৯ সালে তার পারফরম্যান্সে উল্লেখযোগ্য পরিবর্তন ছিল। ২০১৫ সালে তিনি ভারতের টেস্ট দলে নিয়মিত ছিলেন না এবং ওপেনিং পজিশনেও সুযোগ পাননি। তবে ২০১৯ সালে পরিস্থিতি ভিন্ন ছিল। ওই বছরই রোহিত টেস্ট ক্রিকেটে নতুন করে আবির্ভূত হন।

২০১৯ সালের অক্টোবর মাসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে ওপেনার হিসেবে অভিষেক হয় এবং সেখানে জোড়া শতক করেন—যা টেস্ট ক্রিকেট ইতিহাসে একমাত্র ঘটনা। এরপর সিরিজের তৃতীয় টেস্টে দ্বিশতকও করেন। এর পর থেকে রোহিত আর পিছনে ফিরে তাকাননি।

বাংলাদেশের বিপক্ষে তিনটি টেস্টে ব্যর্থ হলেও, রোহিত শর্মা ঘরের মাঠে সবসময়ই শক্তিশালী। দেশের মাটিতে ২৯ টেস্টে তার গড় ৬১.৬৮ এবং ১২টি সেঞ্চুরির মধ্যে ১০টি ঘরের মাঠেই। তাই, এই সিরিজে বাংলাদেশকে তার পুরনো ঋণ শোধ করতে পারেন ভারতীয় অধিনায়ক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *