সাবিলা নূরের ফিরে আসা: বিজ্ঞাপন থেকে সিনেমার প্রস্তুতি

হ-বাংলা নিউজ: ঈদুল আজহার নাটকে সাবিলা নূরকে দেখা গিয়েছিল, তারপর তিন মাসের বিরতির পর আবার ক্যামেরার সামনে এলেন তিনি। এই অভিনেত্রী সম্প্রতি একটি বিজ্ঞাপন চিত্রের শুটিং শুরু করেছেন, যা ৮ সেপ্টেম্বর ঢাকার লোকেশনে শুরু হয়েছে। সাবিলা জানিয়েছেন, দেশের সার্বিক পরিস্থিতির কারণে তাঁর কাজ পিছিয়েছে। তিনি বলেন, “আমি বিদেশে ছিলাম এবং ঈদের পর বিরতি নিয়েছিলাম। তবে যখন কাজে ফেরার প্রস্তুতি নিচ্ছিলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শুরু হয় এবং আমি আন্দোলনের সাথে ছিলাম। এক মাসের বেশি সময় ধরে আন্দোলন চলার পর সরকার পরিবর্তন হয় এবং পরে দেশের বিভিন্ন এলাকায় বন্যা দেখা দেয়। বন্যার্তদের সাহায্যের জন্যও কাজ করেছি। এসব কারণে কাজে ফিরতে দেরি হয়েছে।”

সাবিলা জানান, বিজ্ঞাপন চিত্রের শুটিং শেষ হলে তিনি ওটিটি এবং নাটকের কাজ শুরু করবেন। তিনি বলেন, “কিছু ওটিটির চিত্রনাট্য হাতে রয়েছে এবং একটি বড় বাজেটের ওয়েব প্রজেক্ট প্রায় চূড়ান্ত। এই প্রজেক্টের প্রস্তুতি নিচ্ছি কারণ ওটিটির কাজের জন্য অনেক সময় দিতে হয়। এর আগে একাধিক নাটকের কাজ হতে পারে।”

বড় পর্দায় অভিনয়ের ব্যাপারে সাবিলা বলেন, “একটি বড় পর্দার সিনেমায় অভিনয়ের কথা চলছিল। বড় তারকার বিপরীতে আমার অভিষেক হতে পারে। সিনেমার কাজ প্রায় চূড়ান্ত হয়ে আছে এবং আমি এর প্রস্তুতি নিচ্ছি। এই কারণে নাটকের কাজ কম করেছি; গত ঈদে মাত্র চার-পাঁচটি কাজ করেছি। সিনেমার বিস্তারিত এখনই বলা সম্ভব নয়, তবে কাজের সম্ভাব্য সময়সূচি কিছুটা পিছিয়েছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *