হ-বাংলা নিউজ: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ভোটদানের মাত্র দুই মাস বাকি। ডোনাল্ড ট্রাম্প ও কমলা হ্যারিস প্রচারে মনোযোগ দিয়েছেন এবং তাদের নির্বাচনী কৌশল অত্যন্ত তেজী। রিপাবলিকান ও ডেমোক্রেটিক পার্টির এই দুই প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে বিভিন্ন জনমত জরিপ ইঙ্গিত দিচ্ছে। এসব জরিপের ফল প্রকাশিত হয়েছে ট্রাম্প ও কমলার প্রথম সম্মুখ বিতর্কের ঠিক আগে।
আগামীকাল মঙ্গলবার (বাংলাদেশ সময় বুধবার সকাল ৭টা) ফিলাডেলফিয়ায় বিতর্কের মঞ্চে মুখোমুখি হচ্ছেন ট্রাম্প ও কমলা। এর আগে রোববার নিউইয়র্ক টাইমস ও সিয়েনা কলেজ একটি জরিপ প্রকাশ করেছে, যা অনুযায়ী, ৭৮ বছর বয়সী ট্রাম্প জনসমর্থনে সামান্য এগিয়ে রয়েছেন। এই জরিপে তিনি পেয়েছেন ৪৮ পয়েন্ট, আর কমলা পেয়েছেন ৪৭ পয়েন্ট।
তবে উইসকনসিন, মিশিগান ও পেনসিলভানিয়ায় ৫৯ বছর বয়সী কমলা সামান্য ব্যবধানে এগিয়ে রয়েছেন। নির্বাচনের ফলাফল নির্ধারণে গুরুত্বপূর্ণ দোদুল্যমান অঙ্গরাজ্যগুলো—নেভাদা, জর্জিয়া, নর্থ ক্যারোলাইনা ও অ্যারিজোনায় দুজনের অবস্থান সমানে সমান।
রোববার সিবিএস ও ইউগভের একটি জরিপেও দেখা গেছে, দোদুল্যমান অঙ্গরাজ্যগুলোতে ট্রাম্প ও কমলার মধ্যে তুমুল লড়াই চলছে। এই জরিপ অনুযায়ী, মিশিগানে ৫০ শতাংশ সমর্থন পেয়েছেন কমলা, যা ট্রাম্পের চেয়ে ১ শতাংশ বেশি। উইসকনসিনে কমলা ২ শতাংশ এগিয়ে আছেন, আর পেনসিলভানিয়ায় দুই প্রার্থীই সমান সমর্থন পেয়েছেন।
দুই জরিপের ফলাফল থেকে স্পষ্ট যে, ৫ নভেম্বরের নির্বাচনে ট্রাম্প ও কমলা একে অপরকে ছাড় দেবেন না। এই পরিস্থিতিতে এবিসি নিউজ আয়োজিত আজকের বিতর্ক জনসমর্থনের গতিপথ পরিবর্তন করতে পারে। ধারণা করা হচ্ছে, এটি নির্বাচনী বিতর্কের একমাত্র সুযোগ হতে পারে। তাই দুজনকে ব্যাপক প্রস্তুতি নিয়ে কথা বলতে হবে।
বিতর্কে সাবধান থাকতে হবে ট্রাম্পকে, কারণ তার অপমানজনক ভাষণের প্রবণতা রয়েছে। বিশেষ করে এই বিতর্কে তাঁর প্রতিপক্ষ একজন কৃষ্ণাঙ্গ নারী। অন্যদিকে, কমলার জন্য এটি মানুষের কাছে আরও পৌঁছানোর একটি সুযোগ। গত বিতর্কে ট্রাম্পের মিথ্যা বক্তব্যের কারণে প্রেসিডেন্ট জো বাইডেন সমস্যায় পড়েছিলেন।
বিতর্কের আগেই ট্রাম্পের নানা মন্তব্যে বৈষম্য ফুটে উঠেছে। নির্বাচনী সমাবেশে তিনি বারবার কমলার নাম ভুল উচ্চারণ করেছেন এবং তাকে ‘উন্মাদ’ ও ‘মার্ক্সবাদী’ হিসেবে উল্লেখ করেছেন। কমলার সচিব পিট বুটিগিয়েগ সিএনএনকে বলেছেন, “বিতর্কে ট্রাম্পকে সামলাতে অতিমানবীয় মনোযোগ ও শৃঙ্খলা প্রয়োজন।”
মার্কিন নির্বাচন এবার বেশ ঘটনাবহুল। ডেমোক্রেটিক পার্টির প্রার্থী বাইডেনকে ছাড়তে হয়েছে সমালোচনার মুখে, এবং তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন কমলা। ট্রাম্পও হামলাকারীর গুলিতে অল্পের জন্য প্রাণে বেঁচেছেন। এখন দেখার বিষয়, যুক্তরাষ্ট্র কি ইতিহাসে প্রথমবারের মতো নারী প্রেসিডেন্ট পেতে যাচ্ছে, নাকি ট্রাম্প দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে ফিরছেন।
