হ-বাংলা নিউজ: আলজেরিয়ার বিদায়ী প্রেসিডেন্ট আবদেলমাদজিদ তেবউন পুনরায় দেশটির প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন। ৭৮ বছর বয়সী এই নেতা গত শনিবার অনুষ্ঠিত নির্বাচনে ব্যাপক ভোটে জয়ী হয়েছেন। আলজেরিয়ার নির্বাচন কর্তৃপক্ষ রোববার এই ফলাফল ঘোষণা করেছে।
আলজিয়ার্সে গতকাল সাংবাদিকদের সাথে আলাপকালে জাতীয় স্বাধীন নির্বাচন কর্তৃপক্ষের (এএনআইই) প্রধান মোহাম্মদ সারফি জানান, নির্বাচনে মোট ৫৬ লাখ ৩০ হাজার ভোটার ভোট দিয়েছেন। এর মধ্যে তেবউন পেয়েছেন ৫৩ লাখ ২০ হাজার ভোট, যা মোট ভোটের ৯৪.৬৫ শতাংশ।
সেনাসমর্থিত তেবউনের প্রতিদ্বন্দ্বী রক্ষণশীল হাসানি সেরিফ পেয়েছেন ৩ শতাংশ ভোট এবং সমাজতান্ত্রিক প্রার্থী ইউসেফ আউসিসে পেয়েছেন ২.১ শতাংশ ভোট।
হাসানি সেরিফের প্রচার শিবিরের অভিযোগ, ভোটকেন্দ্রের কর্মকর্তাদের ফল প্রকাশের জন্য চাপ দেওয়া হয়েছে এবং প্রার্থীদের প্রতিনিধিদের ভোটের তথ্য দিতে কর্তৃপক্ষ ব্যর্থ হয়েছে। তবে, তারা এই অনিয়মের প্রভাব ভোটের ফলাফলের ওপর পড়েছে কি না, তা নিশ্চিত করতে পারেনি।
নির্বাচন কমিশনের প্রধান সারফি ভোটের ফলাফল ঘোষণা করার সময় নিশ্চিত করেন যে, নির্বাচন স্বচ্ছ এবং সব প্রার্থীর মধ্যে সুষ্ঠু প্রতিযোগিতা নিশ্চিত করতে কর্তৃপক্ষ কাজ করেছে।
২০১৯ সালে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার পর তেবউন তার সরকারের অধীনে বর্ধিত জ্বালানি রাজস্বের ওপর ভিত্তি করে সামাজিক ব্যয়সংক্রান্ত একটি বৃহৎ কর্মসূচি পরিচালনা করেছেন। তেবউনের পুনঃনির্বাচনের মাধ্যমে এই কর্মসূচি চলমান থাকবে বলে আশা করা হচ্ছে।
তেবউন বেকার মানুষদের জন্য সুযোগ-সুবিধা, পেনশন এবং সরকারি গৃহায়ণ কর্মসূচি বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন। প্রেসিডেন্ট হিসেবে তার প্রথম মেয়াদেই তিনি এসব সুযোগ-সুবিধা বৃদ্ধি করেছিলেন।
আফ্রিকার বৃহত্তম দেশ হিসেবে আলজেরিয়া প্রায় ৪ কোটি ৫০ লাখ মানুষের বাসস্থল।
