‘স্ত্রী ২’ ছবির নতুন মাইলফলক: ‘পাঠান’–এর রেকর্ড ভেঙে দিল

হ-বাংলা নিউজ: গত ১৪ জুন মুক্তির পর থেকেই বক্স অফিসে চমকপ্রদ সফলতা অর্জন করছে অমর কৌশিকের সিনেমা ‘স্ত্রী ২’। শ্রদ্ধা কাপুর ও রাজকুমার রাও অভিনীত এই সিনেমাটি একের পর এক নতুন রেকর্ড তৈরি করছে। এবার ‘স্ত্রী ২’ অর্জন করল আরও একটি নতুন মাইলফলক: এটি ‘পাঠান’-এর বক্স অফিস কালেকশনের রেকর্ড ভেঙেছে, খবর হিন্দুস্তান টাইমসের।

সম্প্রতি, এস এস রাজামৌলি পরিচালিত ‘বাহুবলী ২’-এর হিন্দি সংস্করণের আয়কে ছাড়িয়ে গেছে ‘স্ত্রী ২’।

বর্তমানে ‘স্ত্রী ২’ দ্বিতীয় সর্বোচ্চ আয় করা হিন্দি ছবির খেতাব অর্জন করেছে। গতকাল রোববার পর্যন্ত ‘স্ত্রী ২’ ভারতীয় বক্স অফিস থেকে ৫২৭ কোটি রুপি আয় করেছে, যা ‘পাঠান’-এর ৫২৪ কোটি ৫৩ লাখ রুপি আয়কে অতিক্রম করেছে। ফলে, সিদ্ধার্থ আনন্দের স্পাই থ্রিলারের আয়কে পেছনে ফেলে দিয়েছে ‘স্ত্রী ২’।

তবে, হিন্দি ছবির সর্বোচ্চ আয় করা ছবির খেতাব অর্জনের জন্য ‘স্ত্রী ২’-কে টপকাতে হবে শাহরুখ খানের আরেকটি ছবি ‘জওয়ান’-এর রেকর্ড। ‘কিং খান’ অভিনীত ও অ্যাটলি পরিচালিত ‘জওয়ান’ ভারতীয় বক্স অফিসে ৫৮২ কোটি ৩১ লাখ রুপি আয় করেছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *