আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়া হস্তক্ষেপের চেষ্টা করছে—যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিক অভিযোগের প্রস্তুতি নিচ্ছে

হ-বাংলা নিউজ:যুক্তরাষ্ট্র আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের চেষ্টা নিয়ে আনুষ্ঠানিকভাবে অভিযোগ করতে যাচ্ছে। বুধবার মার্কিন সংবাদমাধ্যমগুলো এই তথ্য জানিয়েছে।

সিবিএসের প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন আজ রাশিয়ার পক্ষ থেকে মার্কিন জনমতকে প্রভাবিত করার চেষ্টা নিয়ে বিভিন্ন ঘোষণা দিতে পারে। এ সংক্রান্ত ফৌজদারি অভিযোগ ও অন্যান্য পদক্ষেপের বিষয়েও ঘোষণা আসতে পারে।

অন্য একটি মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বাইডেন প্রশাসন যে পদক্ষেপগুলোর ঘোষণা দিতে যাচ্ছে, তার মধ্যে থাকবে রাশিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম আরটি, যা আগে রাশিয়া টুডে নামে পরিচিত ছিল।

মার্কিন অ্যাটর্নি জেনারেল মেরিক গারল্যান্ডও রাশিয়ার নির্বাচনে হস্তক্ষেপের চেষ্টা নিয়ে নিষেধাজ্ঞা কিংবা অন্য আইনি পদক্ষেপের ঘোষণা দিতে পারেন বলে জানা যাচ্ছে।

মার্কিন কর্মকর্তারা সতর্ক করে জানিয়েছেন, ২০১৬ সালে রাশিয়া নির্বাচনে হস্তক্ষেপের পর থেকে বিদেশি প্রতিপক্ষদের মার্কিন নির্বাচনে হস্তক্ষেপের চেষ্টা বাড়ছে।

গত জুনে ইরান সরকার সংযুক্ত একদল হ্যাকার সাবেক মার্কিন প্রেসিডেন্ট এবং আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের প্রচার শিবিরের অনলাইন তথ্য-উপাত্তে প্রবেশ করে এবং অভ্যন্তরীণ কিছু নথিপত্র ফাঁস করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *