হ-বাংলা নিউজ: চলতি মাসের শেষে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মধ্যে বৈঠকের প্রস্তাব দিয়েছে ঢাকা। তবে, নয়াদিল্লি এখনও এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এই খবর জানিয়েছে।
নাম প্রকাশ না করা শর্তে সূত্র জানিয়েছে, চলতি সপ্তাহের শুরুতে ড. মুহাম্মদ ইউনূস ভারতীয় একটি সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে যে মন্তব্য করেছেন, তা দেখে মনে হচ্ছে নরেন্দ্র মোদির সঙ্গে তাঁর বৈঠক হওয়ার সম্ভাবনা কম। সাক্ষাৎকারে ড. ইউনূস বাংলাদেশ সম্পর্কে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন্তব্যের সমালোচনা করেছেন। তিনি ইঙ্গিত দিয়েছেন যে, বাংলাদেশ শেখ হাসিনার প্রত্যর্পণ চাইতে পারে এবং শেখ হাসিনার আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে সব দল ‘ইসলামপন্থী’—এমন ধারণা থেকে ভারতকে সরে আসতে বলা উচিত।
শেখ হাসিনা গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে পদত্যাগ করেন এবং সেই দিনই সামরিক বিমানে ভারতে চলে যান। বর্তমানে তিনি ভারতে অবস্থান করছেন এবং বাংলাদেশের সরকার তাঁর কূটনৈতিক পাসপোর্ট বাতিল করেছে। এ অবস্থায়, শেখ হাসিনার ভারতে অবস্থান ও প্রত্যর্পণ নিয়ে নানা প্রশ্ন উঠেছে।
ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে, শেখ হাসিনাকে স্বল্প সময়ের নোটিশে ভারতে আসার অনুমতি দেওয়া হয়। বাংলাদেশ যদি শেখ হাসিনার প্রত্যর্পণের অনুরোধ করে, তবে নয়াদিল্লি কী পদক্ষেপ নেবে, এমন প্রশ্নে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, এটি অনুমাননির্ভর প্রশ্ন এবং তাদের পক্ষ থেকে এ ধরনের প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব নয়।
