ডিক চেনি ও লিজ চেনির সমর্থনে উচ্ছ্বসিত কমলা হ্যারিস

হ-বাংলা নিউজ: ডেমোক্র্যাটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিস যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট ডিক চেনি ও তাঁর মেয়ে লিজ চেনির সমর্থন পেয়ে উচ্ছ্বসিত। কমলা বলেন, ‘এই সমর্থন সাহসী, কারণ তাঁরা দলের চেয়ে দেশকে প্রাধান্য দিয়েছেন।’

আগামী মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন না দিয়ে কমলাকে ভোট দেওয়ার ঘোষণা দিয়েছেন ডিক চেনি ও তাঁর মেয়ে লিজ চেনি। ডিক চেনি ট্রাম্পকে ‘হুমকি’ এবং লিজ চেনি রিপাবলিকান প্রার্থীকে ‘বিপজ্জনক’ হিসেবে বর্ণনা করেছেন।

শনিবার পেনসিলভানিয়ার পিটসবার্গে কমলা হ্যারিস বলেন, ‘আমি ডিক চেনি ও লিজ চেনির সমর্থন পেয়ে খুবই সম্মানিত বোধ করছি। তাদের সাহসী পদক্ষেপ দেশের স্বার্থে।’

বর্তমানে পিটসবার্গে অবস্থানরত কমলা হ্যারিস আগামী ১০ সেপ্টেম্বর প্রথমবারের মতো ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নির্বাচনী বিতর্কে অংশ নিতে প্রস্তুতি নিচ্ছেন। তিনি বিতর্কে নিজের অবস্থান শক্তিশালী করতে চান।

ডিক চেনি, যিনি ২০০১ থেকে ২০০৯ সাল পর্যন্ত সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের ভাইস প্রেসিডেন্ট ছিলেন, শুক্রবার বলেছেন, ‘আমাদের ২৪৮ বছরের ইতিহাসে ডোনাল্ড ট্রাম্পের চেয়ে বড় হুমকি আর কেউ আসেনি।’

এর আগে, লিজ চেনি জানিয়েছিলেন, তিনি কমলাকে ভোট দেবেন কারণ ট্রাম্প বিপজ্জনক। ডিক চেনির সমর্থন দেওয়ার পর ট্রাম্প সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন এবং চেনি ও তাঁর মেয়েকে অপ্রাসঙ্গিক রিপাবলিকান হিসেবে অভিহিত করেছেন। তিনি ইরাক যুদ্ধে চেনির ভূমিকার প্রসঙ্গ টেনে বলেছেন, চেনি ‘অন্তহীন, অর্থহীন যুদ্ধের রাজা’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *