জর্জ ডব্লিউ বুশ ও লরা নির্বাচনে প্রার্থীর প্রতি সমর্থন নিয়ে সিদ্ধান্ত নেননি

হ-বাংলা নিউজ: যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ও তাঁর স্ত্রী লরা আগামী নভেম্বরে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প না ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসকে ভোট দেবেন, তা নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেননি।

গতকাল শনিবার এক মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেন। মুখপাত্র বলেন, ‘জর্জ ডব্লিউ বুশ বহু বছর আগে প্রেসিডেনশিয়াল রাজনীতি থেকে অবসর নিয়েছেন।’

ডিক চেনি, যিনি বুশের ভাইস প্রেসিডেন্ট হিসেবে ২০০১ থেকে ২০০৯ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেছেন, ঘোষণা করেছেন যে তিনি আগামী নির্বাচনে ট্রাম্পের পরিবর্তে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসকে ভোট দেবেন। চেনির এই ঘোষণার একদিন পর সাবেক প্রেসিডেন্ট বুশের তরফ থেকে এ ব্যাপারে কোনো সিদ্ধান্তের খবর এল।

ডিক চেনি বলেছেন, ‘আমাদের জাতির ২৪৮ বছরের ইতিহাসে ডোনাল্ড ট্রাম্পের চেয়ে বড় হুমকি আর কেউ আসেনি।’

অন্যদিকে, কমলা হ্যারিস গতকাল চেনি ও তাঁর মেয়ে লিজের সমর্থনকে দেশের জন্য একটি ‘সাহসী’ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন। ট্রাম্পের ভাইস প্রেসিডেন্ট হিসেবে চার বছর দায়িত্ব পালন করা মাইক পেন্স জানিয়েছেন, তিনি ট্রাম্পকে সমর্থন করবেন না, তবে কমলার প্রতি সমর্থনও প্রকাশ করেননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *