হ-বাংলা নিউজ: বলিউড তারকা দীপিকা পাড়ুকোন আজ রোববার মুম্বাইয়ের একটি হাসপাতালে কন্যাসন্তানের জন্ম দিয়েছেন। দীপিকা ও রণবীর সিংয়ের প্রথম সন্তানের খবরটি নিউজ এইটিন জানিয়েছে, তবে এখনও আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কোনো ঘোষণা দেননি এই তারকা দম্পতি। গতকালই মুম্বাইয়ের একটি হাসপাতালে ভর্তি হন দীপিকা, এবং তখন থেকেই তার ভক্তরা সুখবরের অপেক্ষায় ছিলেন।
সম্প্রতি, দীপিকা ও রণবীর একটি বেবি বাম্প ফটোশুটও করেছেন। চলতি বছরের ফেব্রুয়ারিতে ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে দীপিকা তার অন্তঃসত্ত্বার খবর প্রকাশ করেছিলেন এবং সেপ্টেম্বরেই মা হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছিলেন। দীপিকা ও রণবীরের প্রথম পরিচয় হয়েছিল সঞ্জয় লীলা বানসালির রোমান্টিক সিনেমা ‘গোলিও কি রাসলীলা রামলীলা’র সেটে। এরপর তারা ‘বাজিরাও মাস্তানি’ ও ‘পদ্মাবত’ সিনেমায়ও একসঙ্গে কাজ করেছেন।
ছয় বছর প্রেম করার পর ২০১৮ সালে দীপিকা ও রণবীর বিয়ের বন্ধনে আবদ্ধ হন। অন্তঃসত্ত্বা অবস্থায় দীপিকা ‘কল্কি ২৮৯৮ এডি’ সিনেমায় অভিনয় করেছেন, যা বেশ আলোচিত হয়েছে। একটি সাক্ষাৎকারে দীপিকা জানিয়েছিলেন, সন্তান জন্মের পর তিনি অভিনয় থেকে সাময়িক বিরতি নেবেন, তবে আগামী বছর কাজে ফেরার পরিকল্পনা রয়েছে তার।
