হ-বাংলা নিউজ: যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে প্রতি বছর অনুষ্ঠিত হয় ‘বাংলাদেশ রাত’। প্রবাসী বাঙালি এবং বাংলাদেশের বিনোদন অঙ্গনের তারকাদের নিয়ে এই অনুষ্ঠানটি সাজানো হয়। এবছর ‘সেরা মডেল ও অভিনেতা’ হিসেবে পুরস্কার অর্জন করেছেন মডেল নিবিড় আদনান। তিনি তার দুইটি গানের মাধ্যমে পারফর্ম করে উপস্থিত দর্শকদের মন জয় করেছেন।
পুরস্কার পাওয়ার অনুভূতি প্রকাশ করতে গিয়ে নিবিড় বলেন, “মডেল হিসেবে আমাদের জন্য পুরস্কার পাওয়া খুবই কম হয়। এ কারণেই এই পুরস্কারটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এটি মডেলিং শিল্পকে স্বীকৃতি দেয় এবং বাংলাদেশের মডেলিং ইন্ডাস্ট্রির পেশাদারিত্ব বৃদ্ধিতে সহায়ক হবে।”
‘আনন্দ মেলা লস অ্যাঞ্জেলেস অ্যাওয়ার্ড ২০২৪’ অনুষ্ঠানটি ২১ জুলাই অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে নিবিড় আদনান ১৬ জুলাই বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা দেন। তবে দেশে চলমান বিক্ষোভের কারণে অনেক তারকাই অংশগ্রহণ করতে পারেননি এবং অনুষ্ঠানটি ছোট পরিসরে অনুষ্ঠিত হয়েছে। যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে ২০ আগস্ট প্রথম আলোকে নিবিড় জানান, “এখানে এসে আনন্দ করা কিংবা ঘোরাফেরা করার পরিকল্পনা ছিল না। প্রথম দুই দিন আমি রিহার্সালও করতে পারিনি। মানসিকভাবে আমি বেশ ট্রমাটাইজড ছিলাম। এখন ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে।”
অনুষ্ঠান শেষ হওয়ার পরেও দেশে ফিরতে না পারার বিষয়টি উল্লেখ করে নিবিড় জানান, একের পর এক ফ্লাইট বাতিল হওয়ায় তিনি যুক্তরাষ্ট্রে আটকা পড়ে গেছেন। এখন দেশের রাজনৈতিক পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় স্বস্তি মিলেছে। তবে বিনোদন অঙ্গনের মানুষের বর্তমান অবস্থার কথা তুলে ধরে নিবিড় বলেন, “দেশের সংকটময় পরিস্থিতি বা অর্থনৈতিক ও রাজনৈতিক অস্থিরতার সময়ে প্রথমেই বিনোদন অঙ্গনের মানুষ ক্ষতিগ্রস্ত হয়। অনেকেই জমানো টাকা ভেঙে খরচ করে বেঁচে থাকেন, কিন্তু যাঁদের কোনো সঞ্চয় নেই, তাঁদের অবস্থা খুবই খারাপ।”
বিনোদন অঙ্গনের নেতিবাচক খবর প্রসঙ্গে নিবিড় বলেন, “বিনোদন অঙ্গনের মানুষের সম্মান সামাজিক যোগাযোগমাধ্যমে খুব দ্রুত ক্ষতি হয়। ১০ বছরের অর্জন ১০ মিনিটে শেষ হয়ে যায়। নেতিবাচক খবর ছড়াতে আমাদের খুবই আগ্রহ থাকে।”
মডেল নিবিড় সম্প্রতি মিউজিক ভিডিওতে দেখা দিয়েছেন এবং আগামীতে বড় পর্দায় সানী সানোয়ারের নতুন সিনেমায় অভিনয় করবেন। সিনেমায় তার প্রেমিকার খুনের রহস্য উন্মোচনে কাজ করবেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। যদিও এই সিনেমা নিয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।
বিনোদন অঙ্গনে কাজের বিষয়ে নিবিড় বলেন, “মডেলিং ছাড়াও বিকল্প সব পথ খোলা রাখা উচিত। আমি প্রাচ্যনাটের মাধ্যমে বিনোদন অঙ্গনে প্রবেশ করেছি এবং নাচ শিখেছি। যে কোনো যোগ্য ব্যক্তি কেন করবে না!”
আগামী ২৪ ও ২৮ আগস্ট নিবিড় প্রবাসী বাংলাদেশিদের আরও দুটি আয়োজনে অংশ নেবেন এবং সেপ্টেম্বরের শুরুতে দেশে ফিরবেন।
লস অ্যাঞ্জেলেসে প্রায় এক যুগ ধরে ‘আনন্দমেলা’ আয়োজন করা হচ্ছে। সাধারণত দুই রাত ধরে চলা এই অনুষ্ঠানে প্রতিবছর বাংলাদেশের তারকারা অংশ নেন। এবছর অল্পসংখ্যক তারকা অংশগ্রহণ করেন, তাদের মধ্যে ছিলেন তমা মির্জা, মন্দিরা চক্রবর্তী, পপ তারকা মিলা, জায়েদ খান, রায়হান রাফি এবং প্রতীক হাসান। অনুষ্ঠানটি লস অ্যাঞ্জেলেসের নর্থ ভারমন্ট অ্যাভিনিউয়ে ভার্জিল মিডল স্কুলের মাঠে অনুষ্ঠিত হয়।
