স্মার্টফোনের অতিরিক্ত গরম সমস্যা সমাধানে নতুন কুলিং প্রসেসর নিয়ে এলো এক্সএমইএমএস

হ-বাংলা নিউজ: দীর্ঘ সময় ধরে স্মার্টফোন ব্যবহার করলে অনেক সময় ফোনটি অতিরিক্ত গরম হয়ে যায়। এর ফলে দৈনন্দিন কাজের ক্ষেত্রে সমস্যা সৃষ্টি হয় এবং ফোনের ব্যাটারির ক্ষতি হয়। এমনকি ফোনটি হ্যাং হয়ে যেতে পারে বা হঠাৎ বন্ধ হয়ে যেতে পারে। এই সমস্যার সমাধানে প্রযুক্তি প্রতিষ্ঠান এক্সএমইএমএসের বিজ্ঞানীরা একটি নতুন কুলিং প্রসেসর তৈরি করেছেন, যা ফোনকে অতিরিক্ত গরম হওয়া থেকে রক্ষা করবে বলে তাঁরা দাবি করছেন।

ক্রেডিট কার্ডের চেয়ে কিছুটা বেশি পুরু নতুন এই প্রসেসরটি ফোনের খোলা অংশ থেকে ঠান্ডা বাতাস টেনে এনে গরম বাতাসকে বাইরে ঠেলে দেবে। এর ফলে ফোন দীর্ঘ সময় ব্যবহৃত হলেও কুলিং চিপটির কারণে ফোনের তাপমাত্রা বৃদ্ধি পাবে না। ভবিষ্যতে এই কুলিং চিপটি ভিআর হেডসেট, সলিড-স্টেট ড্রাইভ ও ওয়্যারলেস চার্জারেও ব্যবহৃত হতে পারে।

এক্সএমইএমএসের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা জোসেফ জিয়াং জানান, এই নতুন কুলিং প্রসেসর মোবাইল প্রযুক্তিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। পাতলা যন্ত্রের তাপ ব্যবস্থাপনায় এটি কার্যকরভাবে কাজ করবে। ফলে প্রসেসর-নির্ভর এআই অ্যাপ্লিকেশন চালানোর সমস্যা সমাধান হবে। ২০২৫ সালের শুরুতে স্মার্টফোন নির্মাতাদের কাছে কুলিং প্রসেসরের নমুনা সরবরাহ করা হবে, যা ২০২৬ সালে বাজারে আসতে পারে।

সূত্র: লাইভ সায়েন্স

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *