হ-বাংলা নিউজ: আজ রাতে সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে শেষ হচ্ছে ২০২৪ প্যারিস অলিম্পিক। ২০২৮ সালের অলিম্পিক হবে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে। যদিও ওই আসরের শুরু হতে এখনও প্রায় চার বছর বাকি, তবুও এখন থেকেই বড় ধরনের পরিকল্পনা শুরু করে দিয়েছে আয়োজকরা।
লস অ্যাঞ্জেলেস, যুক্তরাষ্ট্রের জনসংখ্যার দিক দিয়ে দ্বিতীয় বৃহত্তম শহর এবং ভয়াবহ যানজটের জন্য পরিচিত। তবে ২০২৮ অলিম্পিকের সময় যানজটের সমস্যার সমাধানে আয়োজকরা শহরটিকে ব্যক্তিগত গাড়িমুক্ত করার পরিকল্পনা করেছেন। এভাবে দর্শকরা শুধুমাত্র গণপরিবহন ব্যবহার করে অলিম্পিক ভেন্যুতে যেতে পারবেন।

প্যারিসে অনুষ্ঠিত অলিম্পিকের সমাপনী অনুষ্ঠানে লস অ্যাঞ্জেলেসের মেয়র কারেন ব্যাস আজ পতাকা আনুষ্ঠানিকভাবে গ্রহণ করবেন। এর মাধ্যমে তিনি হবেন অলিম্পিক পতাকা গ্রহণ করা প্রথম কৃষ্ণাঙ্গ মেয়র।
মেয়র কারেন ব্যাস প্যারিসে গতকাল সংবাদ সম্মেলনে বলেন, “শহরের নেতারা চান লস অ্যাঞ্জেলেস অলিম্পিক কারমুক্ত হোক। আমরা গণপরিবহনে বিনিয়োগ করব এবং ইভেন্ট চলাকালীন শহরবাসীকে করোনাকালের মতো বাড়িতে বসে কাজ করতে উৎসাহিত করব।”
ব্যাস আরও জানান, “ব্যক্তিগত গাড়ি না থাকলে অলিম্পিক ভেন্যুতে পৌঁছানোর জন্য গণপরিবহন ব্যবহার করতে হবে। এ জন্য আমরা আমাদের পরিবহনব্যবস্থা উন্নত করছি। ২০২৮ অলিম্পিকের সময় যানজট কমাতে ৩ হাজারের বেশি বাস আমদানি করা হবে।”
লস অ্যাঞ্জেলেস তৃতীয় শহর হিসেবে অলিম্পিক আয়োজন করতে যাচ্ছে, আগে লন্ডন এবং প্যারিস এই গৌরব অর্জন করেছে। ১৯৩২ সালের পর ১৯৮৪ সালে শহরটি অলিম্পিকের আয়োজন করেছিল এবং খুব একটা যানজটের সম্মুখীন হয়নি।
মেয়র ব্যাস ১৯৮৪ সালের অভিজ্ঞতা স্মরণ করে বলেন, “তখন শহরবাসী আতঙ্কিত ছিল, কিন্তু সেসময় খুব বেশি যানজট হয়নি। এখনকার প্রযুক্তি দিয়ে ২০২৮ অলিম্পিকের প্রস্তুতি নিয়ে আমরা আশাবাদী।”
প্যারিস অলিম্পিকের সঙ্গে সরাসরি যুক্ত থাকতে [এখানে ক্লিক করুন]।
লস অ্যাঞ্জেলেস কর্তৃপক্ষ প্যারিসের মতো গৃহহীন মানুষের স্থানান্তরের পরিকল্পনা করছে কি না—এমন প্রশ্নে ব্যাস বলেন, “আমরা চেষ্টা করব অলিম্পিকের আগেই শহরের আনুমানিক ৭৫ হাজার ৫০০ গৃহহীন মানুষের জন্য বাসস্থানের ব্যবস্থা করতে।”
আজ রাতে প্যারিস অলিম্পিকের সমাপনী অনুষ্ঠান শেষ হওয়ার পরেই লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের প্রস্তুতির ক্ষণগণনা শুরু হবে। ২০২৮ সালের ১৪ জুলাই থেকে ৩০ জুলাই পর্যন্ত এই আসর অনুষ্ঠিত হবে।
লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের চেয়ারম্যান ক্যাসে ওয়াসারম্যান জানিয়েছেন, “আমাদের আইফেল টাওয়ার নেই, তবে হলিউড সাইন আছে। আমাদের ভেন্যুগুলোও অসাধারণ। আগামীকাল প্যারিস অলিম্পিকের সমাপনী অনুষ্ঠানে মানুষ আমাদের পরিকল্পনা অনুভব করতে পারবে।”
