হ-বাংলা নিউজ: ইসলামী ঐক্যজোটের কেন্দ্রীয় নির্বাহী কমিটি পুনর্গঠন করা হয়েছে। নতুন কমিটির চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন মাওলানা আবদুল কাদির এবং মহাসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন মুফতি সাখাওয়াত হোসাইন রাজী। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকার লালবাগে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত জাতীয় সম্মেলনে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
শেখ হাসিনা সরকারের পতনের পর সৃষ্ট পরিস্থিতিতে ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান আবুল হাসানাত আমিনী ৩ সেপ্টেম্বর পদত্যাগ করেন এবং দলের কেন্দ্রীয় কমিটি সহ সকল পর্যায়ের কমিটি বিলুপ্ত ঘোষণা করেন। হাসানাত আমিনী প্রয়াত মুফতি ফজলুল হক আমিনীর ছেলে এবং মুফতি ফয়েজুল্লাহ দলের মহাসচিব ছিলেন।
পিতার রাজনৈতিক আদর্শ অনুসরণ করে ইসলামী ঐক্যজোট পুনর্গঠনের উদ্যোগ নেন হাসানাত আমিনী। এ জন্য তিনি কারারুদ্ধ আলেম মুফতি সাখাওয়াত হোসাইনকে জাতীয় সম্মেলনের দায়িত্ব দেন। মুফতি সাখাওয়াত হোসাইন প্রয়াত মুফতি আমিনীর জামাতা।
হাসানাত আমিনীর বিএনপির জোট থেকে বেরিয়ে এসে শেখ হাসিনার সরকারের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ার পর সাখাওয়াত হোসাইনদের সাথে বিরোধ শুরু হয়। পদত্যাগের পর মুফতি সাখাওয়াত হোসাইন ‘ইসলামী ঐক্যজোটের সাবেক ও বর্তমান কমিটির ফ্যাসিবাদ বিরোধী নেতৃবৃন্দ’ নামক সম্মেলন আহ্বান করেন। সম্মেলনে দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি ও মজলিশে শুরা পুনর্গঠিত হয়।
সম্মেলনে নবনির্বাচিত নির্বাহী কমিটির সদস্য মাওলানা যোবায়ের আহমদ, মাওলানা জসিম উদ্দিন, তিন যুগ্ম মহাসচিব মাওলানা আবুল কাশেম, মাওলানা ফারুক আহমদ, মাওলানা হেদায়েতুল্লাহ সহ অনেক নেতৃবৃন্দ বক্তব্য দেন।
