হ-বাংলা নিউজ: পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন এবং এ কে এম শহীদুল হককে গ্রেপ্তার করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক এই তথ্য নিশ্চিত করেছেন।
মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে রেজাউল করিম মল্লিক প্রথম আলোকে জানান, সাবেক দুই আইজিপির গ্রেপ্তারের বিষয়ে বুধবার ডিএমপির পক্ষ থেকে বিস্তারিত তথ্য জানানো হবে।
পরে রাত ১টার দিকে ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে পাঠানো খুদে বার্তায় জানানো হয়, এ কে এম শহীদুল হককে উত্তরা ১৬ নম্বর সেক্টর থেকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে, চৌধুরী আব্দুল্লাহ আল মামুন সেনা হেফাজতে ছিলেন। তাঁর বিরুদ্ধে মামলা হওয়ার পর তিনি সেনা হেফাজতে থেকেই আত্মসমর্পণের ইচ্ছা প্রকাশ করেন। রাতের দিকে তাঁকে পুলিশ হেফাজতে নেওয়া হয়।
