ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জনবল নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশ

হ-বাংলা নিউজ: ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) সম্প্রতি জনবল নিয়োগের জন্য বিশেষ বিজ্ঞপ্তি–১০ প্রকাশ করেছে। এই নিয়োগের আওতায় দুটি ক্যাটাগরির পদে ১৬তম গ্রেডে মোট ২০২ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত আবেদন ফরম পূরণ করে ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাতে হবে।

১. পদের নাম: টিকিট মেশিন অপারেটর

পদসংখ্যা: ১৩৯

যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস। জিপিএ ৫-এর স্কেলে ন্যূনতম ৩ থাকতে হবে। কোনো প্রশিক্ষণ প্রতিষ্ঠান থেকে কম্পিউটার বিষয়ে কমপক্ষে ছয় মাসের মৌলিক প্রশিক্ষণ থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দ টাইপ করতে পারা আবশ্যক। প্রতি পাঁচটি স্ট্রোক একটি শব্দ হিসেবে গণ্য হবে।

বেতন গ্রেড: ১৬

২. পদের নাম: কাস্টমার রিলেশন অ্যাসিস্ট্যান্ট

পদসংখ্যা: ১৩৯

যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস। জিপিএ ৫-এর স্কেলে ন্যূনতম ৩ থাকতে হবে। কোনো প্রশিক্ষণ প্রতিষ্ঠান থেকে কম্পিউটার বিষয়ে কমপক্ষে ছয় মাসের মৌলিক প্রশিক্ষণ থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দ টাইপ করতে পারা আবশ্যক। প্রতি পাঁচটি স্ট্রোক একটি শব্দ হিসেবে গণ্য হবে।

বেতন গ্রেড: ১৬

আবেদন প্রক্রিয়া:

আগ্রহী প্রার্থীদের ডিএমটিসিএলের নির্ধারিত চাকরির আবেদন ফরম পূরণ করে ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাতে হবে। আবেদন ফরমের নমুনা ডাউনলোড করতে পারবেন এই লিঙ্ক থেকে https://dmtcl.gov.bd/sites/default/files/files/dmtcl.portal.gov.bd/notices/0ee5aea6_e03b_4612_9238_2b5bf63e9d6a/2024-07-15-08-00-4f9f150c958b1d6a027456405d632ceb.pdf নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে পারবেন এই লিঙ্কে https://dmtcl.gov.bd/sites/default/files/files/dmtcl.portal.gov.bd/notices/4418239d_88ce_4a97_aa73_1f458cdf94fa/2024-07-31-11-14-eac65a97d87f7c8d488e0250b026db22.pdf 

আবেদনপত্রের খামের ওপর বাঁ পাশে পদের নাম এবং নিয়োগ বিজ্ঞপ্তি–১০ উল্লেখ করতে হবে। প্রার্থীর বর্তমান ঠিকানা ৯ ইঞ্চি বাই ৪ ইঞ্চি আকারের খামের ওপর স্পষ্টভাবে লিখে অথবা টাইপ করে, ১০ টাকা মূল্যমানের অব্যবহৃত ডাকটিকিট লাগিয়ে আবেদনপত্রের সঙ্গে দাখিল করতে হবে। প্রবাসী এবং তৃতীয় লিঙ্গের প্রার্থীরাও যোগ্যতা সাপেক্ষে আবেদন করতে পারবেন। প্রার্থীদের ডোপ টেস্ট করানো বাধ্যতামূলক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *